Shondha Lyrics (সন্ধ্যা) Metrolife Band | Diprohor Album

0
8


Shondha Song Is Sung by Mehedi Hasan Ayon from Metrolife Bangla Band Album Diprohor. Song Tune and Composed by Mehedi Hasan Ayon, Zunaed Hossain Niloy And Eshan Dhrubo. Shondha Song Lyrics Written by Mehedi Hasan Ayon from Metrolife Band. Video Song Directed by Eshan Dhrubo. Song Produced, Mixed and Mastered by Apogee Production.

আকাশজোড়া মেরুন আলোয় 

রাঙিয়ে রাখা মেঘ,

ভেসে আসে নীরবে তার লুকানো আবেগ।

তীব্রভাবে মেশে আমার বিকেলবেলার গানে

শহরমুখী পায়ের ধুলায় হারায় অভিমানে। 

যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন 

তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন,

যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন 

তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন। 

ও ও হো হো….

শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোনো খামে

বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে,

শঙখচিলের ডানায় বেঁধে রঙিন কোনো খামে

বন্দী নাবিক পাঠায় চিঠি প্রিয়তমার নামে,

চলতি পথিক মফস্বলের নিয়ন আলোয় থামে

ঝাপসা মলিন দু’চোখ জুড়ে অগ্রহায়ণ নামে। 

যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন 

তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন,

যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন 

তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন। 

উড়তি জোনাক আলোর মিছিল 

জ্বালায় করিডোরে,

আমি তখন ভ্রান্ত শামুক

পিছিয়ে বহুদূরে। 

উড়তি জোনাক আলোর মিছিল 

জ্বালায় করিডোরে,

আমি তখন ভ্রান্ত শামুক

পিছিয়ে বহুদূরে। 

এই শহরের অলিগলি

নিত্য আসা যাওয়া,

ধাঁধায় ফেলে ভিনদেশী কোন 

অবাক মাতাল হাওয়া। 

যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন 

তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন,

যখন দূরে সন্ধ্যালোকে ফুরায় আয়োজন 

তখন কী এক হাওয়ায় মাতাল বিষণ্ণ এ মন।

Shondha Song Lyrics In English :

Akashjora merun aaloy rangiye rakha megh

Bhese ashe nirobe taar lukono abeg

Tibro vabe meshe amar bikelbelar gaane

Shohormukhi paayer dhulay haray obhimane

Jokhon dure sondhyaloke furay aayojon

Tokhon ki ek haway matal bishonno e mon

Shonkhochiler danay bendhe rangeen kono khame

Bondi nabik pathay chithi priyotomar naame

Cholti pothik mofoswaler niyon aaloy thame

Jhapsa molin duchokhe jure agrahon namae

Urti jonak aalor michil jwalay coridor e

Ami tokhon bhranto shamuk pichiye bohudure

Ei shohorer oligoli nittyo asha jawa

Dhadhay fele bhindeshi kon obak matal hawa

Promotional partner: Band Music Admirers Association (BMAA), Bangla Band Music Playlist (BBMP), Bangla Band Music Group (BBMG), Bangla Band Music Appreciation.