Shilalipi Bhalobasha Lyrics by Anupam Roy from Bhoy Peona Bengali Movie. MUsic Composed by Dabbu. Shilalipi Bhalobasha Song Lyrics Written by Ritam Sen. Starring Srabanti Chatterjee and Om Sahani.
Shilalipi Bhalobasha Song Details :
Song Name : Shilalipi Bhalobasha
Film Name : Bhoy Peona
Singer : Anupam Roy
Music : Dabbu
Lyrics : Ritam Sen
Music arrangement : Shamik Chakravarty
Screenplay & Direction : Ayan Dey
Presented By : Subhajit Mondal
Story : Supriyo Bhowmik
DOP : Subhadeep Bag
Editor : Sujay Dutta Ray
Label : Saregama Bengali
Shilalipi Bhalobasha Lyrics In Bengali :
আমি হারালে, কিছু আগামী
তোরই কাছে সেই আবার খুঁজতে যাই,
কুড়িয়ে পেলে, কিছু যা দামি
তোরই কাছে জমিয়ে ঠিক রাখছি তাই।
এই ভাঙা কথা, ঝরা কথা
পাবে কি জানতে তোকে,
তোর ভিজে ঠোঁটে, চুপ হোঁচটে
আলেয়া নিভছে চোখে ..
বেপরোয়া, ক্যারাভানে
বালিয়াড়ি ভেঙে আসা,
ভবঘুরে, চলাচলে
শিলালিপি ভালোবাসা।
সন্ধ্যের-ই গন্ধেরা,
শুধু তোর কথা যাচ্ছে বলে,
হুম.. বৃষ্টিতে নীল ফিতে
তোর চুল থেকে যাচ্ছে খুলে।
আজ ভিজে ভিজে, নিজে নিজে
পথ কিছু দিশেহারা,
এই ফিকে আলো, লাগছে ভালো
নিভেছে সব পাহারা ..
বেপরোয়া, ক্যারাভানে
বালিয়াড়ি ভেঙে আসা
ভবঘুরে, চলাচলে,
শিলালিপী ভালোবাসা।
তুই ছুঁলে, মুখ তুলে
খুঁজে নেয় চোখ পথ পালাবার,
তুই ছুঁলে, এ জড়ুলে
কেনো জ্বলে ওঠে জোনাকি আমার।
এই ভাঙা কথা, ঝরা কথা
পাবে কি জানতে তোকে,
তোর ভিজে ঠোঁটে, চুপ হোঁচটে
আলেয়া নিভছে চোখে ..
বেপরোয়া, ক্যারাভানে
বালিয়াড়ি ভেঙে আসা,
ভবঘুরে, চলাচলে
শিলালিপি ভালোবাসা।
Shilalipi Bhalobasha Lyrics In English :
Ami harale kichu agami
Tori kache sei abar khujte jai
Kuriye pele kichu ja daami
Tori kache jomiye thik rakhchi tai
Ei bhanga kotha, jhora kotha
Pabe ki jante toke
Tor bhije thote, chup hochote
Aaleya niveche chokhe
Beporoya, karavan e
Baliyari bhenge asa
Bhoboghure, cholachole
Shilalipi bhalobasa
Sondheri gondhera
Shudhu tor kotha jachhe bole
Brishtite neel fitey
Tor chul theke jachhe khule
Aaj vije vije, nije nije
Poth kichu dishehara
Ei fikey aalo laagche valo
Niveche sob pahara
Beporoya, karavan e
Baliyari venge asa
Voboghure, cholachole
Shilalipi valobasha
শ্রাবন্তী চ্যাটার্জী ও ওম সাহানি অভিনীত ভয় পেয়োনা বাংলা সিনেমার গান শিলালিপি ভালোবাসা গানটি গেয়েছেন অনুপম রায়। গানটির সুর দিয়েছেন ডাব্বু। শিলালিপি ভালোবাসা গানের লিরিক্স লিখেছেন রিতম সেন।
Anupam Roy,
om,
Ritam Sen,
Srabanti