https://www.youtube.com/watch?v=Bw5zua8cf80
Shesh Bikel Lyrics by Shunno Band :
Shesh Bikel Song Is Sung by Emil from Shunno Bangla Band Album Notun Srote. Song Lyrics In Bengali Written by Tarek Abdullah.
Song : Shesh Bikel
Tuned and Composed by : Shunno Band
Album : Notun Srote
Lyrics : Tarek Abdullah
Vocal : Emil
Drums : Labib
Bass : Michael
Guitar : Ishmam
Audio Production : Shaker Raza
Video Direction : Team RedPad
DOP : Shohag Chowdhury
Edit : Tanim Parvez
Shesh Bikel Song Lyrics In Bengali :
রোদ ফুরোলে ফেরত আসা
একটি দিন শেষে,
চিন্তার অবসান নেই পিছুটান
প্রতিটি জীবন শেষে,
সময়ে আমি দিচ্ছি পাড়ি
আমার কাজের ক্লান্তিতে,
একটি নিঃশ্বাস, শেষ নিঃশ্বাস,
আমার ছোট্ট ছোঁয়াতে, ছোঁয়াতে
ছোঁয়াতে, ছোঁয়াতে।
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি,
ছায়া রোদে ক্লান্তির পারাপার।
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি,
ছায়া রোদে ক্লান্তির পারাপার।
কত সৃষ্টির শেষ হাসি,
কত সৃষ্টির শেষ কান্না
কত সৃষ্টির আবেগ, কত সৃষ্টির পাওনা।
এক নিমিশেই শেষ হয়ে যায়
দৃষ্টির শেষ দৃষ্টিতে।
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি,
ছায়া রোদে ক্লান্তির পারাপার।
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি,
ছায়া রোদে ক্লান্তির পারাপার।
আমার আত্মার নেই কোনো ভাবনা
নেই কোনো শান্তি বা তার শেষ,
মৃত্যুর কেবল হবে অবসর
শুধুই আমার মৃত্যুতে, মৃত্যুতে
মৃত্যুতে, মৃত্যুতে।
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি,
ছায়া রোদে ক্লান্তির পারাপার।
আমি ভয়ের নামধারী
আমি শেষ বিকেলের মাঝি,
ছায়া রোদে ক্লান্তির পারাপার।
শেষ বিকেল লিরিক্স – শূন্য ব্যান্ড :
Rod furale ferot asha
Ekti din sheshe
Chintar obosan nei pichutaan
Protiti jibon sheshe
Somoye ami dicchi paari
Amar kajer klantite
Ekti nishwash shesh nishwash
Amar chotto chowate
Ami bhoyer naamdhari
Ami sesh bikeler majhi
Chaya rode klantir parapar
Bangla Band,
Bengali Lyrics,
Shunno Band