শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবু রঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে
নিরাপদ দূরে,
দাবানলে পোড়াবনে ছাই ঢাকা চোরাপথে
তোমার জোনাকি।
জানো, হাত নিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না ওঠো,
কবিতা ব্যাহত, নাকি কবি আহত ?
যাইহোক, তুমিতো অব্যাহত।
শোনো কবি,
তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা,
আর যাবেনা কখনো।
আ হা হা হা আ আ হা …
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা।
মনে যদি পাবেই ভয়
ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়,
ত্রাণের অপচয়।
মনে যদি পাবেই ভয়
ক্ষতি তবে ক্ষতি হয়ে যায়,
ত্রাণের অপচয়।
সরস্বতী,
সে তার তানপুরাতে সুরের বৈঠা
বাইবে না আর কখনো।
আ হা হা হা আ আ হা …
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবু রঙা বুড়িগঙ্গায়।
সেই তুমি লুডুর ঘরে শুরুর প্রথম ঘর,
কেন মনে হয়,
এঁকেবেঁকে কিলবিলিয়ে
কোনমতে মনের নানান দফা।
সুঠামচিত্তে পার করে
সাপের ছোবল ঘরে হুট করে মাড়াই,
তখনো সততা তোমায় আমায়
ঠেলে রাখে নিরাপদ দূরে।
জানো, হাত নিশিপিশানো কথাও
লিখিনা কবিতায় যেন শিউরে না ওঠো,
কবিতা ব্যাহত, নাকি কবি আহত ?
যাইহোক, তুমিতো অব্যাহত।
শোনো কবি,
শোনো কবি,
তোমার দুর্গত মনে ত্রাণের নৌকা,
আর যাবেনা কখনো।
আ হা হা হা আ আ হা …
শীতের বাতাসে তোমার পালানোর
আগাম নিশানা,
আমায় ডোবায় স্থবির কালচে
জবুথবু রঙা বুড়িগঙ্গায়।
তখনো, সততা তোমায় আমায় ঠেলে রাখে
নিরাপদ দূরে,
দাবানলে পোড়াবনে ছাই ঢাকা চোরাপথে
তোমার জোনাকি।
Sheeter Batash Song Lyrics In English :
Sheeter Batash Tomar Paloner
Aagam nishana
Amay dobay sthobir kalche
Jobuthobu ronga burigongay
Tokhono sotota tomay amay thele rakhe
Nirapod dure
Dabanole porabone chaai dhaka chorapothe
Tomar jonaki
Jaano haat nishpishano kothao
Likhina kobitay jeno shiure na otho
Kobita beyhoto naki kobi ahoto
Jaihok tumi obbyahoto
Shono kobi
tomar durgoto mone traner nouka
Aar jabena kokhono
aa haa haa…
Mone jodi pabei bhoy
Khoti tobe khoti hoye jaay traaner opochoy
Saraswati se taar taanpurate surer boitha
Baibe na aar kokhono
aa haa haa…
Sei tumi ludur ghore shurur prothom ghor
Keno mone hoy
EnkeBenke kilbiliye
Konomote moner nanan dofa
Suthamchittey paar kore
Saaper chobol ghore hut kore marai
Tokhono sotota tomay amay
Thele rakhe nirapod dure
খোরাখাতা বাংলা অ্যালবাম এর গান শীতের বাতাসে গানটি গেয়েছেন আসীর আরমান। শীতের বাতাসে গানের লিরিক্স লিখেছেন আসীর আরমান।