Sara Dao Lyrics (সাড়া দাও) Kabir Suman | Ochena Chuti

0
132


Sara Dao Lyrics by Kabir Suman from Ochena Chuti Bengali Album. Same Song Used In Gaane Gaane Duti Mon Bengali Album With Sabina Yasmin. Sara Dao Lyrics Written by Kabir Suman. Cover Version Song Is Sung by Porijayi Band, Ushasie Chakraborty, Ator, Annie Mukherjee And Many Various Artists In Their Own Way.

Sara Dao Song Credits :

Song Name : Sara Dao

Vocal, Music ANd Lyrics : Kabir Suman

Album Name : Ochena Chuti

Cover Credits :

Cover by : Porijayi Band

Vocals : Gargi, Amrita, Arpita, Souryya, 

Sayan, Prasun And Pratyay

Music Arrangement and Keyboards : Deborshee

Mandolin : Subham

Sara Dao Lyrics In Bengali by Kabir Suman :

গান : সাড়া দাও 

রিলিজ : ১৯৯৯

কন্ঠ : কবীর সুমন

কথা, সুর ও সঙ্গীত : কবীর সুমন

অ্যালবাম : অচেনা ছুটি

নীল নীল আকাশের 

কাছে আজ যাওয়া চাই,

স্বপ্নের রঙে আজ মনে রঙ মাখা চাই

সাড়া দাও। 

নীল নীল আকাশের 

কাছে আজ যাওয়া চাই,

স্বপ্নের রঙে আজ মনে রঙ মাখা চাই

সাড়া দাও ..

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও

উদাসীন থেকো না, সাড়া দাও। 

সুর চায় তোমাকে, আমাকেও চাই তার

আমাদের মনে রঙ মিলে যাক দুনিয়ার,

সাড়া দাও। 

সুর চায় তোমাকে, আমাকেও চাই তার

আমাদের মনে রঙ মিলে যাক দুনিয়ার,

সাড়া দাও ..

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও

উদাসীন থেকো না, সাড়া দাও। 

ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক

বেঁচে থাক সব্বাই, হাতে হাত রাখা থাক। 

সাড়া দাও। 

ফড়িংয়ের ডানাতেও এ জীবন দেয় ডাক

বেঁচে থাক সব্বাই, হাতে হাত রাখা থাক। 

সাড়া দাও..

সাড়া দাও, সাড়া দাও, সাড়া দাও

উদাসীন থেকো না, সাড়া দাও

উদাসীন থেকো না, সাড়া দাও। 

Sara Dao Lyrics In English :

Neel neel akasher

Kache aaj jaowa chai

Shopner ronge aaj mone rong makha chai

Sara dao sara dao sara dao

Udashin theko na sara dao

Sur chaay tomake amakeo chai taar

AMader moner rong mile jaak duniyar

Sara dao

Foring er danateo e jibon dey daak

Benche thak sobbai haate haat rakha thak

Sara dao

অচেনা ছুটি বাংলা অ্যালবাম এর গান সাড়া দাও গানের কথা লিখেছেন, গানটির সুর দিয়েছেন এবং গানটি গেয়েছেন কবীর সুমন।

Kabir Suman