Salam Salam Hajar Salam Lyrics (সালাম সালাম হাজার সালাম) Mohammed Abdul Jabbar

0
386


Salam Salam Hajar Salam Lyrics In Bengali :

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

মায়ের ভাষায় কথা বলাতে

স্বাধীন আশায় পথ চলাতে,

হাসিমুখে যারা দিয়ে গেল প্রাণ

সেই স্মৃতি নিয়ে গেয়ে যাই গান। 

তাদের বিজয় মরণে – 

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

ভাইয়ের বুকের রক্তে আজিকে

রক্ত মশাল জ্বলে দিকে দিকে,

সংগ্রামী আজ মহাজনতা

কন্ঠে তাদের নব বারতা। 

শহীদ ভাইয়ের স্মরণে – 

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

বাংলাদেশের লাখো বাঙালি

জয়ের নেশায় দিল রক্ত ঢালি,

আলোর দেয়ালি ঘরে ঘরে জ্বালি

ঘুচিয়ে মনের আঁধার কালি।

সকল শহীদ স্মরণে –

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম

সকল শহীদ স্মরণে,

আমার হৃদয় রেখে যেতে চাই

তাদের স্মৃতির চরণে,

সালাম সালাম হাজার সালাম।

Salam Salam Hajar Salam Lyrics In English :

Salam Salam Hazar Salam

Sokol shohid sorone

Amar hridoy rekhe jete chai

Tader smritir chorone

Maayer bhasay kotha bolate

Swadhin ashay poth cholate

Hasimukhe jara diye gelo praan

Sei smriti niye geye jai gaan

Tader bijoy morone

Bhai er buker rokte aajike

Rokto moshal jwole dike dike

Songrami aaj mohajonota

Konthey tader nobo barota

Shohid bhai er sorone

Bangladesher lakho bangali

Joy er neshay dilo rokto dhali

Aalor dewali ghoe ghore jwali

Ghuchiye moner andhar kali