Ramjaner Oi Rojar Sheshe Lyrics (রমজানের ঐ রোজার শেষে) Eid Song

0
54


ও মন রমজানের ঐ রোজার শেষে 

এলো খুশীর ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ 

আসমানী তাগিদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে 

এলো খুশীর ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ 

আসমানী তাগিদ।

তোর সোনা-দানা বালাখানা 

সব রাহেলিল্লাহ্‌,

তোর সোনা-দানা বালাখানা 

সব রাহেলিল্লাহ্‌,

দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ 

ভাঙাইতে নিঁদ,

দে জাকাত মুর্দ্দা মুসলিমের আজ 

ভাঙাইতে নিঁদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে 

এলো খুশীর ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ 

আসমানী তাগিদ।

আজ পড়বি ঈদের নামাজ রে মন 

সেই সে ঈদ-গাহে,

আজ পড়বি ঈদের নামাজ রে মন 

সেই সে ঈদ-গাহে,

যে ময়দানে সব গাজী মুসলিম 

হয়েছে শহীদ,

যে ময়দানে সব গাজী মুসলিম 

হয়েছে শহীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে 

এলো খুশীর ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ 

আসমানী তাগিদ।

আজ ভুলে যা তোর দোস্ত দুশমন 

হাত মিলাও হাতে,

আজ ভুলে যা তোর দোস্ত দুশমন 

হাত মিলাও হাতে,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল 

ইসলামে মুরীদ,

তোর প্রেম দিয়ে কর বিশ্ব নিখিল 

ইসলামে মুরীদ।

ও মন রমজানের ঐ রোজার শেষে 

এলো খুশীর ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ 

আসমানী তাগিদ।

যারা জীবন ভরে রাখছে রোজা 

নিত্য উপবাসী,

সেই গরীব ইয়াতিম মিসকিনে দে 

যা কিছু মুফিদ।

ঢাল হৃদয়ের তশতরীতে 

শিরনি তৌহিদের,

তোর দাওয়াত কবুল করবেন হজরত 

হয় মনে উম্মীদ।

তোরে মারল ছুঁড়ে জীবন জুড়ে 

ইট পাথর যারা,

সেই পাথর দিয়ে তোলরে গড়ে 

প্রেমেরই মসজিদ।

ও মন রমজানের ওই রোজার শেষে 

এলো খুশীর ঈদ,

তুই আপনাকে আজ বিলিয়ে দে শোন্ 

আসমানী তাগিদ।

রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ লিরিক্স :

O Mon Ramjaner Oi Rojar Sheshe

Elo khushir eid

Read Also:  Tumi Bondhu Aaj Shunbe Lyrics (বন্ধু আজ শুনবে) Shreya Ghoshal

Tui aponake aaj biliye de shon

Ashmani tagid

Tor sona dana balakhana

Sob Rahelilah

De jakat murda muslimer aaj

Vangaite nid

O Mon Romzaner Oi Rozar Sheshe

Elo khushir eid

Aaj porbi eid er namaj re mon

Sei se Eid-gahe

Je moydane sob gazi muslim

Hoyeche shohid

Aaj bhule ja tor dost dushman

haat milao haate

Tor prem diye kor bisswo nikhil

Islame murid

O Mon Romjaner Oi Rojar Seshe

Elo khushir eid

ঈদুল ফিতরের গান ‘ও মন রমজানের ঐ রোজার শেষে’ এই গানটি কবি নজরুলের ধর্মীয় ভাবধারার এক অনন্য কালজয়ী সৃষ্টি। বাঙালির ঈদুল ফিতরের চাঁদরাতের ন্যাশনাল এন্থেম,  চাঁদ রাতে এই গানটা দিয়েই ঈদের আনন্দ শুরু হয়।  ও মন রমজানের ঐ রোজার শেষে এলো খুশীর ঈদ গানের লিরিক্স লিখেছেন কাজী নজরুল ইসলাম, বিংশ শতাব্দীর প্রধান বাঙালি কবি ও সঙ্গীতকার।