Rajar Rajje Shobai Golam Lyrics bengali song is sung by Tasrif Khan. Song written by KM Tanbhir Siddiki and Tasrif Khan. This bengali song tuned by Tasrif khan from Kureghor band.
Rajar Rajje Shobai Golam Song Details :
Song Name : Rajar Rajje Shobai Golam
Singer : Tasrif khan
Lyricist : KM Tanbhir Siddiki and Tasrif Khan
Label : Kureghor
Rajar Rajje Shobai Golam Lyrics by Tasrif Khan :
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম,
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে।
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভালো?
ভালো মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে।
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা,
কে কোথায় যাচ্ছি ভেসে
থামব কোথায় অবশেষে?
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম,
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে।
তুমি ভালো ভাবে বাঁচতে চাবে
তবে তোমার শাস্তি হবে,
ভাবছ তুমি বিচার চাবে
এবার বোকা সব হারাবে।
বল্লে কথা, আস্তে বলো
কিংবা রাজার কথায় চলো,
এদিক সেদিক পা বাড়ালে
তবেও তুমি সব হারালে।
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভাল?
ভালো মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে।
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা,
কে কোথায় যাচ্ছি ভেসে
থামব কোথায় অবশেষে?
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম,
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে।
ভাবছো কোথায়, কে সে রাজা
আমরাই রাজা, দিচ্ছি সাজা,
অফিস, ব্যবসা, সমাজ চালাই
মানুষ হয়েও মানুষ জ্বালাই।
আমরাই সেই মুখোশ মানুষ
ভালো সেজে উড়াই ফানুস,
কই এর তেলে কই টা ভেজে
পরের ঘাড়ে চাপাচ্ছি দোষ৷
এ কেমন রাজ্য বলো
কে খারাপ আর কে বা ভাল?
ভালো মানুষ অন্ধকারে,
অমানুষই আলোর দ্বারে।
এ কেমন হচ্ছে খেলা
চারিদিকে কষ্ট মেলা,
কে কোথায় যাচ্ছি ভেসে
থামবো কোথায় অবশেষে?
রাজার রাজ্যে সবাই গোলাম
করতে হবে রাজার সুনাম,
নাহয় তোমার কল্লা যাবে
বিরাট কঠিন শাস্তি পাবে।
“Rajar Rajje Shobai Golam” Video
Rajar Rajje Shobai Golam Lyrics In English :
Rajar-rajje shobai golam
Korte hobe rajar sunam
Na hoy tomar kolla jaabe
Birat kothin shasti pabe
E kemon rajjo bolo
Ke kharap aar ke valo
Valo manush ondhokare
Amanushi aalor dwar e
E kemon hocche khela
Charidike kosto mela
Ke kothay jacchi bhese
Thambo kothay obosheshe
Tumi valo vabe banche chabe
Tobe tomar shasti hobe
Vabcho tumi bichar chabe
Ebar boka sob harabe
Bolley kotha ashte bolo
Kingba rajar kothay cholo
Edik sedik paa barale
Tobeo tumi sob harale
Vabcho kothay ke se raja
Amrai raja dicchi saja
Office bebsa somaj chalai
Manush hoyeo manush jwalai
Amrai sei mukhosh manush
Valo seje urai fanush
Koi er tele koita veje
Porer ghare chapacchi dosh
রাজার রাজ্যে সবাই গোলাম গানের লিরিক্স লিখেছেন তাসরিফ খান ও কে এম তানভীর সিদ্দিকী। গানটি গেয়েছেন এবং গানের সুর দিয়েছেন তাসরিফ খান।