RaiKishori Lyrics bengali song is sung by Sarojini Ghosh. Music composed and arranged by Devjit Roy. Recorded, Mixed and Mastered by G Deb. Song Lyrics in bengali written by Ritam Sen.
RaiKishori Song Information :
Song Name : RaiKishori
Singer : Sarojini Ghosh
Lyricist : Ritam Sen
Composition : Devjit Roy
Guitar Design : Raja Chowdhury
Khanjira and Percussion : Somnath Roy
EP and Piano : Abir Sen
Mixing and Mastering : G.Deb
Audio Label : Gan Goppo
RaiKishori Lyrics In Bengali :
চন্দন আবীর দিয়ে ধুইয়ে দে না গা
রাই কিশোরী আর তো জ্বালা সইতে পারে না,
চন্দন আবীর দিয়ে ধুইয়ে দে না গা
রাইকিশোরী আর তো জ্বালা সইতে পারে না,
ঘোরে ব্রজের পথে পথে
রং মিশিয়ে পিচকারিতে,
ঘোরে ব্রজের পথে পথে
রং মিশিয়ে পিচকারিতে,
রং দেখে মুখ লুকালো ওই ..
জোছনা আকাশে, জোছনা আকাশে।
মন ছুঁলো নাই দোলে গো রাই
বসন্ত বিলাসে,
অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে
দখিনা বাতাসে ভাসে, দখিনা বাতাসে,
ফাগুন পূর্ণিমার রাতে
নিদ আসেনি আঁখিপাতে,
ফাগুন পূর্ণিমার রাতে
নিদ আসেনি আঁখিপাতে,
শ্যাম রঙে দে রাঙিয়ে তোরা ..
রাই কে এবার রাসে, রাই কে এবার রাসে।
রঙ্গবতি রাইকিশোরী তোমায় বলি শোনো
শ্যাম রঙে রঙ মিললে আপন
রঙ থাকে না কোনো,
যুগল মিলন ক্ষনে ক্ষনে
এক হয়ে যাও শ্যামের সনে,
যুগল মিলন ক্ষনে ক্ষনে
এক হয়ে যাও শ্যামের সনে,
জগৎ জুড়ে ফুল ফুটিয়ে ওই..
মধু মাস আসে, মধু মাস আসে।
মন ছুঁলো নাই দোলে গো রাই
বসন্ত বিলাসে,
অঙ্গের সুগন্ধ ভাসে, অঙ্গের সুগন্ধ ভাসে
দখিনা বাতাসে ভাসে, দখিনা বাতাসে,
মন-ছুঁলো নাই দোলে গো রাই
মন ছুঁলো নাই দোলে গো রাই।
RaiKishori Song Video :
RaiKishori Lyrics In English :
Chandan abir diye dhuiye de na gaa
Rai kishori aar toh jwala soite pare na
Ghore brajer pothe pothe
Rong mishiye pichkarite
Rong dekhe mukh lokalo oi
Jochona akashe jochona akashe
Mon chunlo na doley go rai
Bosonto bilashe
Ongger sugondho bhase
Dokhina batashe bhase dokhina batase
Fagun purnimar raate
Nid asheni ankhipaate
Shyam ronge de rangiye tora
Rai ke ebar rashe
Ronggoboti raikishori tomay boli shono
Shyam ronge rong mille apon
Rong thake na kono
Jugol milon khone khone
Ek hoye jao shyam er sone
Jogot jure phul futiye oi
Modhu mas ashe
রাই কিশোরী গানের লিরিক্স লিখেছেন ঋতম সেন এবং গানটি গেয়েছেন সরোজিনী ঘোষ। গানটির সুর দিয়েছেন দেব অরিজিৎ।