ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
ওহে.. বাঁকা শ্যাম
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম।।
শ্যাম তোমায় বড় ভালবাসি
আমি বৃন্দে হই শ্রীরাধার দাসী,
শ্যাম তোমায় বড় ভালবাসি
আমি বৃন্দে হই শ্রীরাধার দাসী,
আমি বলব কি বেশী, ওহে কালো শশী
বলব কি বেশী, ও কালো শশী
রাধা নামে বাঁশি বাজাও না হে
রাধা নামে বাঁশি বাজাও না হে।
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম।।
ভাঙা গড়া কাজ করো হে হরি
ভাঙতেও পারি গড়তে পারি,
ভাঙা গড়া কাজ করো হে হরি
আমি ভাঙতেও পারি গড়তে পারি,
আমি আরো ভালো পারি, প্রেমের কারি-কুরি
আরো ভালো পারি, প্রেমের কারি-কুরি
কত ভাবে করি ঘটনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলো না হে,
রাধা দর্শনে যাবে যদি শ্যাম।।
বৃন্দে চললো সঙ্গে লয়ে কানাই
সেথায় বসে আছে …
আমার বিনোদিনী রাই,
বৃন্দে চললো সঙ্গে লয়ে.. কানাই
সেথায় বসে আছে ..
আমার বিনোদিনী রাই,
দাস রাধেশ্যাম বলে, গুরুচাঁদ গোঁসাই
রাধেশ্যাম বলে, গুরুচাঁদ গোঁসাই
চরণ ছাড়া কোরোনা হে
চরণ ছাড়া কোরো না,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম।
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
ওহে বাঁকা শ্যাম জপ অবিরাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দর্শনে যাবে যদি শ্যাম
রাধা নাম যেন ভুলোনা হে,
রাধা দরশনে যাবে যদি শ্যাম
রাধা দরশনে যাবে যদি শ্যাম।।
রাধা দরশনে যাবে যদি শ্যাম লিরিক্স – বাউল কৃষ্ণ নাম :
Ohe banka shyam jopo obiram
Radha doroshone jabe jodi shyam
Radha naam jeno bhulona hey
Radha dorshone jabe jodi shyam
Shyam tomay boro bhalobashi
Ami brinde hoi shriradhar dasi
Ami bolbo ki beshi ohe kalo shoshi
Radha naame banshi bajao na hey
Radha dorosone jabe jodi shyam
Radha naam jeno vulona hey
Vanga gora kaaj koro hey hori
Ami vangteo pari gorteo pari
Ami aaro bhalo pari premer kari-kuri
Koto bhabe kori ghotona hey
Radha dorsone jabe jodi shyam
Radha naam jeno bhulo na hey