Poran Bondhure Lyrics (পরাণ বন্ধুরে) Imran Mahmudul | Payel

0
69


Poran Bondhure Lyrics by Imran Mahmudul :

Poran Bondhure Song Is Sung by Imran Mahmudul. Featuring: Imran And Keya Payel. Music Composed by Imran And Song Lyrics In Bengali Written by Kabir Bakul.

Song : Poran Bondhure

Vocal, Tune & Music : Imran Mahmudul

Lyrics : Kabir Bakul

Director : Saikat Reza

Edit : SM Tushar

DOP : Bikash Saha

Choreographer : Rohan Belal

Label : Central Music and Video [CMV]

Poran Bondhure Song Lyrics In Bengali :

পাখি খাঁচা ভেঙ্গে উড়ে গেলে

আর আসে না,

মেঘে ঐ চাঁদ ঢেকে গেলে

রাত হাসে না। 

একদিন একবার তোমাকে না দেখলে

হায় হায় প্রান যায় রে,

চোখেরই সামনে তাই তুমি থাকো রে

এই মন তাই চায় রে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে।। 

তুমি এতো বেশি অভিমানী

বুঝিনি আগে,

শুধু ভুল করে ভুল বোঝো 

এই আমাকে। 

সেই ভুলটা ভাঙাতে করি বৃথা চেষ্টা

দিনটাই হয় নষ্ট,

ভুল না করেও নির্দোষ মনটা

একাকি পায় কষ্ট। 

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে।।

তোমাকে ভালোবেসে হয়েছি বেহাল

তুমি কি কখনো তা করেছো খেয়াল ?

মনে মনে নাম নেই 

দেখি চেয়ে সামনেই

তুমি আছো ঠাঁই দাড়িয়ে,

দুটি হাত বাড়াতেই

দেখি ছুঁয়ে তুমি নেই,

হাওয়া হয়ে যাও হারিয়ে। 

পরান বন্ধুরে..!

তুমি যাইয়ো না দূরে।

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে..!

পরান বন্ধুরে..!

তুমি যাইয়ো না দূরে।

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে..!

পরান বন্ধুরে…

পরান বন্ধুরে…

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

দূরে গেলে প্রান পাখিটা

যাবেরে উড়ে।

পরান বন্ধুরে

তুমি যাইয়ো না দূরে,

ভালোবাসা হয়ে তুমি

আছো মন জুড়ে।।

পরান বন্ধুরে লিরিক্স – ইমরান মাহমুদুল :

Pakhi khaca venge ure gele 

Aar ashe na

Meghe oi chand dheka gele

Raat hase na

Ekdin ekbar tomake na dekhle

Hay hay praan jay re

Chokheri samane tai tumi khakore

Ei mon tai Chay re

Poran bondhu re

Tumi jaiyo na dure

Dure gele praan pakhita jabe re ure

Poran bandhure tumi jaiyo na dure

Valobasha hoye tumi acho mon jure