পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।
ভালবাসা কেন এত অসহায়
বুকে প্রেম মনে আশা নিভে যায়,
ভালবাসা কেন এত অসহায়
বুকে প্রেম মনে আশা নিভে যায়,
এই পথে আজ আছি একই সাথে
কাল যদি মাঝ পথে দূরে যেতে হয়,
পিয়া রে পিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।।
ভালবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত,
ভালবাসা নয় কোনো অপরাধ
তবু কেন নিরাশায় কাটে রাত,
দিলও ব্যাথা আঁধারের নিরবতা
মনে জাগে আকুলতা, মেঘে ঢাকে চাঁদ,
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।।
ভালবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়,
ভালবাসা মিছে নয় অভিনয়
কাল যদি তবু ভুল মনে হয়,
ঘর ছেড়ে চলে এসে এত দূরে
প্রেম যেন খুঁজে ফেরে তার পরিচয়,
পিয়া রে, পিয়া রে, পিয়া রে
কাঁদে মন কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে,
পিয়া রে পিয়া রে
কাঁদে এই হিয়া রে।।
Piya Re Piya Re Lyrics In English :
Piya re piya re
Kande ei hiya re
Piya re piya re
Kade ei hiya re
Valobasha keno eto oshohay
Buke prem mone asha nibhe jaay
Ei pothe aaj achi eki sathe
Kal jodi majh pothe dure jete hoy
Piya re piya re
Kande mon kande ei hiya re
Bhalobasha noy kono oporadh
Tobu keno nirashay kaate raat
Dilo beytha andharer nirobota
Mone jaage akulota
Meghe dhake chand
Piya re piya re
Kade mon kade ei hiya re
Valobasha miche noy obhinoy
Kal jodi tobu bhul mone hoy
Ghor chere chole eshe eto dure
Prem jeno khuje fere taar porichoy
Piya re piya re piya re
Kandey mon kandey ei hiya re
রাহুল ব্যানার্জী ও প্রিয়াঙ্কা সরকার অভিনীত চিরদিনই তুমি যে আমার বাংলা সিনেমার গান পিয়া রে পিয়া রে গানটি গেয়েছেন জুবিন গর্গ। গানের সুর দিয়েছেন জিৎ গাঙ্গুলী। পিয়া রে পিয়া রে গানের লিরিক্স লিখেছেন প্রিয় চট্টোপাধ্যায়।