Pirit Pirit Poka Lyrics bengali song is sung by Nakash Aziz. Music composed and arranged by Dabbu and song written by Raja Chanda. Starring Paean Sarkar and Reyance Singh. Filmed By Aditya Paul and Choreography by Mukesh Roy Max.
Pirit Pirit Poka Song Details :
Song : Pirit Pirit Poka
Singer : Nakash Aziz
Music Composer : Dabbu
Lyricist : Raja Chanda
Filmed By : Aditya Paul
Music On : T-Series
Pirit Pirit Poka Lyrics by Nakash Aziz :
হে আলুক ফুলুক কাটে তালুক
লাল পেড়ে তার শাড়ী,
সান বাঁধানো পুকুর পাড়ে
পিরিত বেলোয়ারী।
ও.. হে আলুক ফুলুক কাটে তালুক
লাল পেড়ে তার শাড়ী,
সান বাঁধানো পুকুর পাড়ে
পিরিত বেলোয়ারী।
সচরাচর পাইনা দেখা
এলোচুলে একা একা,
ভর দুপুরে, জল নূপুরে
কাঁচা ডুমুর থোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা ..
হো.. ও চোখে ভালোবাসা
নেশাতুর সর্বনাশা,
বোঝেনা কোনো ভাষা নাগাল পেতে চায়।
জানি তুই দিবি না মন
তবু চাই যখন তখন,
কেন তুই ছেটাস লবন আমার কাটা ঘায়?
মন হলো তাই অভিমানী
আয়না করে রাখবো রানী,
মুচকি হেসে বলবি জানি
আমায় একটা বোকা।
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা ..
হো.. গাঙে তুই নাও ভেড়ালে
ফাঁসে মন সোহাগ জালে,
কে কখন কার কপালে হিসেব নিকেশ নাই।
আমি খাই হাবুডুবু
পিরিতের বাস্তুঘুঘু,
ছুঁয়ে দেখ এতটুকু কেমন বর্তে যাই।
সচরাচর পাইনা দেখা
এলোচুলে একা একা,
ভর দুপুরে, জল নূপুরে
কাঁচা ডুমুর থোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা,
মাথায় খালি কিলবিল করে
পিরিত পিরিত পোকা ..
“Pirit Pirit Poka” Video
Pirit Pirit Poka Lyrics In English :
Hey aaluk fuluk kaate taluk
Laal pere tar shari
Saan bandhano pukur paare
Pirit beloyari
Sochorachor paina dekha
Elochule eka eka
Bhor dupure jol nupure
Kancha dumur thoka
Mathay khali kilbil kore
Pirit pirit poka
O chokhe valobasha
Neshatur sorbonasha
Bojhena kono bhasa nagal pete chaay
Jani tui dibi na mon
Tobu chai jokhon tokhon
Keno tui chetas lobon amar kata ghaay
Mon holo tai obhimani
Aayna kore rkahbo rani
Muchki hese bolbi jani
Amay ekta boka
Mathay khali kil bil kore
Pirit pirit poka
Gange tui nao bhelare
Fhase mon sohag jaale
Ke kokhon kar kopale hiseb nikesh nai
Ami khai habudubu
Piriter bastughughu
Chuye dekh etotuku kemon borte jai
Details about Pirit Pirit Poka song in bengali font : পিরিত পিরিত পোকা গানটি গেয়েছেন নাকাশ আজিজ ও গানটির সুর দিয়েছেন ডাব্বু। মাথায় খালি কিলবিল করে পিরিত পিরিত পোকা গানের লিরিক্স লিখেছেন রাজা চন্দ।