Phiriye Nish Lyrics (ফিরিয়ে নিস) Pratik Kundu | Bengali Song

0
122


Phiriye Nish Lyrics by Pratik Kundu :

Phiriye Nish Song Is Sung by Pratik Kundu. This Music Video Directed by Krish Bose. Music Composed by And Phiriye Nish Lyrics Written by Pratik Kundu.

Phiriye Nish Song Cast : Writwik Mukherjee, Ratnapriya Das And Supporting Cast Subhro Bose.

Song : Phiriye Nish

Director : Krish Bose

Vocal, Music & Lyrics : Pratik Kundu

Editor, DOP & Colorist : Sayan Sarkar

Chief Assistant Director : Poulomi Roy 

Music Production, Guiter & Mix : Bibiju

Music Label : The Bong Studio

Phiriye Nish Song Lyrics In Bengali :

যাক সব থেমে যাক 

নিঝুম রাতের ছায়াতে,

থাক আজ পড়ে থাক 

গল্প মিশে আঘাতে। 

জানি সে ফেরেনি কখনও 

আর এ মনে,

ভালোবাসা তবু রেখেগেছি গোপনে। 

আজ তোর কথা হোক 

দুঃখ সুখে মিলিয়ে,

জল ভেজালে চোখ 

আদোরে যা মুছিয়ে। 

চোখের আড়াল হয়েছো অভিমানে 

ভালোবাসা তবু রেখেগেছি গোপনে। 

বদলে যাওয়াটা সহজ তো নয় 

তুই নিজেকে সামলে রাখিস,

আমি জেগে থাকি ঘুম ভাঙা চোখে 

তুই আমাকে ফিরিয়ে নিস,

ফিরিয়ে নিস। 

থাম সেই পথে থাম 

যে পথে থাকছি আমি,

রোদ মাখলে শহর 

লিখবে নতুন আগামী। 

রাগ আর অভিমান বলনা 

এসে সামনে,

সব কথা বোজানো যায়না

টেলিফোনে। 

রাতের তারারা আমার কাছেই

করছে আমার নালিশ,

অবুঝ আমি খুব জানি সে তুইও 

ওদেরও জানিয়ে দিস। 

আমার মতন একাকী পথ 

তুইও এভাবে হাঁটিস, 

জেগে আছি ঘুম ভাঙা চোখে 

তুই আমাকে ফিরিয়ে নিস,

ফিরিয়ে নিস। 

ফিরিয়ে নিস লিরিক্স – প্রতীক কুন্ডু :

Jaak sob theme jaak

Nisjum raater chayate

Thaak aaj pore thak

Golpo mishe aghate

Jani se fereni kokhono

Aar e mone

Valobasha tobu rekhechi gopone

Aar tor kotha hok

Dukkho sukhe miliye

Jol vejalo chokhe

Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro

Adore ja muchiye

ফিরিয়ে নিস গানটি গেয়েছেন, সুর দিয়েছেন এবং লিরিক্স লিখেছেন প্রতীক কুন্ডু।

Pratik Kundu