Phire Ase Kobigaan Lyrics by Jayati Chakraborty :
Phire Ase Kobigaan Song is Sung by Jayati Chakraborty from Kobir Songe Bengali Album. Music Composed by Prattyush Banerjee. Phire Ase Kobigaan Lyrics Written by Srijato. Bodhu Michhe Rag Korona Lyrics Written by Rabindranath Tagore.
Song : Phire Ase Kobigan
Album : Kobir Songe
Vocals : Jayati Chakraborty
Music Composition, Arrangement & Sarode : Prattyush Banerjee
Lyrics : Srijato
Recorded, Mixed and Mastered by : Goutam Basu
DOP : Subhadeep Bag
Production Manager : Subhajit Chakraborty
Label : Asha Audio
Phire Ase Kobigaan Song Lyrics In Bengali :
তুমি ছেড়ে গেছো কতদিন
মনে হয় আজও পাশে আছো,
যখনই অসময়।
বেলা বাড়ে,
ছায়া হয়ে থেকো, সরোনা
বধূ মিছে রাগ করোনা, করোনা।।
বিরহের কিছু নেশা আছে যেন
না চাহিয়া তারে চাহি রে,
মায়া অভিমানে পসরা বিছানো
কোলাহল থেকে আহিরে।
চলে যাওয়া টুকু পথের দুপাশে
জেগে থাকা যেন জোনাকি,
এতো সুর ছিল দুহাতে পরানো
তবু গান শুনবোনা কি।
তাই ভেবে আজও বাড়িয়েছি হাত
না চাহিলে তারে ধরোনা।
বধূ মিছে রাগ করোনা, করোনা।।
বেশি দূরে কেউ যেতে পারেনা কি
এক হয়ে কাছে বসে কি,
ফিরে ফিরে আসে কবিগান তাই
শ্রাবনে অথবা বোশেখে।
ছিল যত কিছু পুরাতন চাওয়া
ভেসে গেছে হৃদবহ তাই,
এখন নতুনে কি হবে উপায়
একবার শুধু কহ তা।
প্রেম বলে সখী মোর যাওয়া ভালো
মন বলে না না মরো না।
বধূ মিছে রাগ করোনা, করোনা।
মম মন বুঝে দেখো মনে মনে
মনে রেখো, করো করুনা।
বধূ মিছে রাগ করোনা, করোনা।।
ফিরে আসে কবিগান লিরিক্স – জয়তী চক্রবর্তী :
Tumi chere gecho kotodin
MOne hoy aajo pashe acho
Jokhoni oshomoy
Bela bare chaya hoye theko sorona
Bodhu miche raag korona korona
Biroher kichu nesha ache jeno
Na chahiya taare chahi re
Maya obhimane posora bichano
Kolahol theke ahire
Chole jaowa tuku pother dupashe
Jege thaka jeno jonaki
Eto sur chilo duhaate porano
Tobu gaan shunbona ki
ফিরে আসে কবিগান গানটি গেয়েছেন জয়তী চক্রবর্তী। গানটির সুর দিয়েছেন প্রত্যুষ ব্যানার্জী। ফিরে আসে কবিগান গানের লিরিক্স লিখেছেন শ্রীজাত।