Pheshey Jaai Lyrics by Habib Wahid
Pheshey Jaai Lyrics bengali song is sung by Habib Wahid from Toofan bengali movie. Ami fese jai song written by Tonmoy Pervez. Starring Shakib Khan and Masuma Rahman Nabila. Music Arranged anad composed by Arafat Mohsin. Mixing and mastering by Arafat Kirty. Toofan bengali film directed by Raihan Rafi.
Pheshey Jaai Song Details :
Song : Pheshey Jaai
Film : Toofan
Singer : Habib Wahid
Lyricist : Tonmoy Pervez
Tune and Composer : Arafat Mohsin
Recording Studio : Studio 58 Production
Director : Raihan Rafi
DOP : Tashin Rahman
Production Design : Shihab Nurun Nabi
Label : Chorki And SVF
Pheshey Jaai Lyrics by Habib Wahid :
আমার কল্পনায় জলছায়ারা ডুব খায়
পিছে ফিরে দেখো না হাঁটছি গুটিসুটি পায়,
মেঘের টালবাহানায় তোমায় একটা গান শোনাই
নিঃশ্বাসের ওই উষ্ণতায় খুব কাছে কি করে যাই।
তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..
আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।
আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
ও.. আঙুলে আঙুল যখন ভুলে ছুঁয়ে পড়ে
গভীর বুকে কেন ঝড় বয়ে চলে,
কিছুই তো বুঝিনি, মায়া তো খুঁজিনি
না কোনো সময় যেয়ো না এখনই।
তোমার পলক পলকে যদি আটকে পড়ে
আনমনে ঠোঁটের কোনে হাসি কড়া নাড়ে ..
আমি ফেঁসে যাই, তোমার উড়া চুলে
তুমি হাসলে ওই গালে আমি ফেঁসে যাই,
ও আমি ফেঁসে যাই, তোমার চোখের জলে
চুয়ে পড়া কাজলে আমি ফেঁসে যাই।
ফেঁসে গেলে বলো কি আসে যায়
মায়াজালে টেনো না আমায়,
ভীষণ ভয় করে যে আমার
বৃষ্টি রাতে মেঘেরাও রেগে যায়,
আমার কাজল যদি জলে ভিজে যায়
আঙুলে মুছে দেবে কি আমায়।
“Pheshey Jaai” Video :
Pheshey Jaai Lyrics In English :
Amar kolponay jolchayara doob khay
Piche phire dekho na hatchi gutisuti paay
Megher taalbahanay tomay ekta gaan shonai
Nishwasher oi ushnotay khub kache ki kore jai
Tomar polok poloke jodi aatke pore
Aanmone thoter kone hasi kora nare
Ami pheshey jaai tomar ura chule
Tumi hasle oi gaale ami pheshey jaai
O ami fese jai tomar chokher jole
Chuye pora kajole ami fese jai
Angule angul jokhon bhule chuye pore
Gobhir buke keno jhor boye chole
Kichui toh bujhini maya toh khujini
Na kono somoy jeyo na ekhoni
Ami fese jai tomar ura chule
Tumi hasle oi gaale ami fese jai
Fese gele bolo ki ashe jaay
Mayajale teno na amay
Vishon bhoy kore je amar
Brishti raate megherao rege jaay
Amar kajol jodi jole vije jaay
Angule muche debe ki amay
রায়হান রাফি পরিচালিত এবং শাকিব খান, মিমি চক্রবর্তী, চঞ্চল চৌধুরী ও মাসুমা রহমান নাবিলা অভিনীত তুফান বাংলা সিনেমার গান “ফেঁসে যাই” গানটি গেয়েছেন হাবিব ওয়াহিদ। গানটির সুর দিয়েছেন তন্ময় পারভেজ। আমি ফেঁসে যাই গানের লিরিক্স লিখেছেন আরাফাত মহসিন।