Payra Payra Mon Lyrics (পায়রা পায়রা মন) Mahtim Shakib | Tasmee

0
125


আমার পায়রা পায়রা মন

তোমার একলা ছাদের কোন,

আমি রোদের ডানায় হাসি

তোমায় একটু দেখলে বাঁচি।

আমি কথার উৎসবে

যখন মেলে ধরি হৃদয়,

তুমি গোধূলি রঙ মেখে

ভাবো কি হয় কি হয় ?

ফের এক’পা দু’পা করে

যখন সন্ধ্যা নেমে আসে,

আমার চোখের পাতায় শুধু

তোমারই ছবি ভাসে,

আমার চোখের পাতায় শুধু

তোমারই ছবি ভাসে।। 

কোথায় ছিলে তুমি

আমি কোথায় ছিলাম,

কেমন করে তোমার

এতো আপন হলাম ?

দেখি রাত্রি নয় আর কালো

যেন রুপকথারই আসর,

সব গল্প মিলে মিশে,

তোমায় ভালোবাসে। 

আমি কথার উৎসবে

যখন মেলে ধরি হৃদয়,

তুমি গোধূলি রঙ মেখে

ভাবো কি হয় কি হয় ?

ফের এক’পা দু’পা করে

যখন সন্ধ্যা নেমে আসে,

আমার চোখের পাতায় শুধু

তোমারই ছবি ভাসে,

আমার চোখের পাতায় শুধু

তোমারই ছবি ভাসে।। 

তোমায় ছাড়া সময়

যেন ফেলে রাখে ছিপ, 

নিঃশ্বাস লাগে বন্ধ

বুঝি নিভে যাবে দীপ।

তুমি একটু আড়াল থাকলে

আমার দিন হয় যায় বছর,

তুমি ছাড়া কাটে ত্রাসে

হারাই হা-হুতাশে।

আমি কথার উৎসবে

যখন মেলে ধরি হৃদয়,

তুমি গোধূলি রঙ মেখে

ভাবো কি হয় কি হয় ?

ফের এক’পা দু’পা করে

যখন সন্ধ্যা নেমে আসে,

আমার চোখের পাতায় শুধু

তোমারই ছবি ভাসে,

আমার চোখের পাতায় শুধু

তোমারই ছবি ভাসে।। 

পায়রা পায়রা মন লিরিক্স – মহাতিম শাকিব ও তাসমী :

Amar payra payra mon

TOmar ekla chader kon

Ami roder danay haasi

Tomay ektu dekhle banchi

Ami kothar utshobe

Jokhon mele dhori hridoy

Tumi godhuli rong mekhe

Vabo ki hoy ki hoy

Fer ek paa du paa kore

Jokhon sondhya neme ashe

Amar chokher patay shudhu

Tomari chobi bhase

পায়রা পায়রা মন গানটি গেয়েছেন মহাতিম শাকিব ও তাসমী। গানটির সুর দিয়েছেন শোভন রায়।  আমার পায়রা পায়রা মন গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ ওঝা।