Pagla Ghuri Lyrics (পাগলা ঘুড়ি) Tahsan Bangla Song

0
301

Pagla Ghuri Lyrics by Tahsan :
Pagla Ghuri Song Is Sung by Tahsan. Starring: Rafiath Rashid And Siam Ahmed. Music composed by Rahman Khan. Roder Sathe Lukochuri Pagla Ghuri Bengali Song Lyrics written By Mithila.

Song : Pagla Ghuri Haway Uri
Singer :
Lyrics :
Tune & Music :
Director : MD Mehedi Hasan Joni
Label : Agniveena

Pagla Ghuri Song Lyrics In Bengali :
রোদের সাথ লুকোচুরি
পাগলা ঘুড়ি, হাওয়ায় উড়ি
এমনি নাকি হয় শুনেছি
ভালোবাসলে পরে।

তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তোমার মাঝে হারাই,
এমনি ভাবে আজ বুঝেছি
ভালবাসি তোমায়,
তোমায়, তোমায়, তোমায়।

অবাক আমি চোখ বুজি
মেঘের ফাঁকে স্বর্গ খুঁজি,
এমনি করে আজ মেতেছি
ভালোবাসার তরে।

তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তোমার মাঝে হারাই,
এমনি ভাবে আজ বুঝেছি ভালবাসি
তোমার হাসিতে সুখ খুঁজে পাই
তোমার মাঝে হারাই,
এমনি ভাবে আজ বুঝেছি
ভালবাসি তোমায়,
তোমায়, তোমায়, তোমায়।

পাগলা ঘুড়ি লিরিক্স – তাহসান :
Roder sathe lukochuri
Pagla ghuri haway uri
Emoni naki hoy shunechi
Valobashle pore
Tomar hasite sukh khuje pai
TOmar majhe harai
Emoni vabe aaj bujhechi
Bhalobashi tomay