Oi Uthone Lyrics (ওই উঠোনে) Rupankar Bagchi | Shaoni | Sahobashe

0
179


Oi Uthone Lyrics by Rupankar Bagchi And Shaoni :

Oi Uthone Song Is Sung by Rupankar Bagchi And Shaoni Mojumdar from Sahobashe Bengali Movie. Starring: Anubhav Kanjilal, Ishaa Saha, Sayoni, Rahul Banerjee, Biswajit Chakraborty, Tulika Basu And Subhashish Mukherjee. Music Composed by Soumyarit Nag And Song Lyrics In Bengali Written by Anjan Kanjilal.

Song : Oi Uthone

Movie : Sahobashe

Singers : Rupankar Bagchi & Shaoni Mojumdar

Music : Soumyarit Nag

Lyrics : Anjan Kanjilal

Arranger & Programmer : Rahul Sarkar

Director : Anjan Kanjilal

Producer : Sumana Kanjilal

Production House : Mojotale Entertainments

Music on : Zee Music Company

Oi Uthone Song Lyrics In Bengali :

তুই যে আমার আদর মাখা একলা উঠোন 

মেঘ মেখেছিস তাই বুঝি আজ মেঘলা এমন,

শিউলি ঝরে তেঁতুল পড়ে 

নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন। 

ওই উঠোনে 

একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,

ওই উঠোনে 

একলা আমি শুকনো পাতা কুড়োই তখন। 

চোখ বুঝে নিক চোখের ভাষা

আঙুল বুঝুক হাতের মন,

কোথায় কার হৃদয় ভাঙে 

কেউ কেঁদে নেয় কিছুক্ষন। 

কোথাও কার ভুল নদীতে 

ডুব দিয়েছে কোন স্বজন,

ভুল বুঝেছে বুকের মধ্যে 

লুকিয়ে থাকা আপনজন। 

শিউলি ঝরে তেঁতুল পড়ে 

নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন। 

ওই উঠোনে 

একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,

ওই উঠোনে 

একলা আমি শুকনো পাতা কুড়োই তখন,

ওই উঠোনে 

একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।   

কাঁদছে শহর, কাঁদছে রাস্তা 

ঠাসাঠাসি মুখ দু’হাতে বস্তা,

ক্লান্ত জীবন গৃহহীন পরবাসে। 

আবার কখনো মেট্রোর ভিড়ে

খুঁজছে আরাম বাস ট্রাম ছেড়ে

রাত হাতে করে নিরাপদ সহবাসে।   

শিউলি ঝরে তেঁতুল পড়ে 

নোটে গাছটি মুড়িয়ে ঝড়ে, ঘুমোয় যখন। 

ওই উঠোনে 

একলা আমি শুকনো পাতা কুড়োই তখন।

ওই উঠোনে লিরিক্স – রূপঙ্কর বাগচী ও শাওনি :

Tui je amar ador makha ekla uthon

Megh mekhechis tai bujhi aaj meghla emon

Shiuli jhore tetul pore

Notey gachti muriye jhore ghumoy jokhon

Oi uthone

Ekla ami shukno pata kuroi tokhon

Bengali Lyrics,
Ishaa Saha,
Rupankar Bagchi,
Sayoni Ghosh