ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে,
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে,
জনমে জনমে তুমি
আমারই হইয়ো,
বান্ধিও প্রেমেরও ফাঁসে,
জীবনে মরনে থেকো পাশে।
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে।।
তোমারও লাগিয়া আমি
ঘর ছাড়িলাম রে বন্ধু
পথে পথে ঘুরে মরি,
তুমি না ধরিলে হাত
এমন বন্ধুর পথে
একলা কেমনে আমি ফিরি।
আমারে ছাড়িয়া যেন
কোনও দিন বন্ধু,
আমারে ছাড়িয়া যেন
কোনও দিন বন্ধু,
যাইয়ো না যাইয়ো না পরবাসে
জীবনে মরনে থেকো পাশে।
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে।।
কি সুন্দর রূপখানি
দেখিয়া বিভোর আমি,
কি সুখে নয়ন দুটি ঝরে,
যখন চেতন হয়
দেখি তুমি নাই পাশে,
আমারে ছাড়িয়া গেছ দূরে।
লোকে বলে প্রেম নাকি
বিরহে মধুর হয়,
লোকে বলে প্রেম নাকি
বিরহে মধুর হয়,
শুনিয়া অভিমানে হাসে
জীবনে মরনে থেকো পাশে।
জনমে জনমে তুমি
আমারই হইয়ো,
বান্ধিও প্রেমেরও ফাঁসে,
জীবনে মরনে থেকো পাশে।
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে,
ওগো বন্ধু তুমি
জীবনে মরনে থেকো পাশে।।
ওগো বন্ধু তুমি লিরিক্স – অভিমান পাল :
Ogo bondhu tumi
Jibone morone theko pashe
Jonome jonome tumi amari hoiyo
Bandhiyo premero fashe
Jibone morone theko pase
Tomaro lagiya ami
Ghor charilam re bondhu
Pothe pothe ghure mori
Tumi na dhorile haat
Emon bondhur pothe
Ekla kemne ami phiri
Amare chariya jeno kono din bondhu
Jaiyo na jaiyo na porobashe