O Sathi Bojho Naki Lyrics (ও সাথী বোঝো নাকী) Smritikana Roy

0
121


ও সাথী, বোঝো নাকী

আছি বিপদে …

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে। 

ও সাথী, বোঝ নাকী

আছি বিপদে …

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে।। 

কৃষ্ণ প্রেমে যেমন করে 

পড়ে ছিল রাধা,

তেমনী করে তোমার প্রেমে

আছি আমি বাঁধা।

দাউ দাউ করে, জ্বলে আগুন

দাউ দাউ করে জ্বলে আগুন

আমার এ মনে, 

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে,

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে।।

কি করিব কোথায় যাব

বল গো আমায়,

জীবন দিয়ে আমি ভালো

বেসেছি তোমায়। 

আমার জীবন, সব সপিলাম

জীবন তরী সব সপিলাম

তোমার শ্রীপদে,

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে,

তোমার জন্য আজও

আমার প্রান কাঁদে।।

নিতাই বলে ভালবাসা

ঈশ্বরের দান,

ভালবেসে চাই গো দিতে

প্রেমের প্রতিদান। 

ও.. নোটন বলে ভালবাসা

ঈশ্বরের দান,

ভালবেসে চাই গো দিতে

প্রেমের প্রতিদান। 

তুমি আমায়, বাসলে ভালো

তুমি আমায় বাসলে ভালো

লাভেরই আশাতে,

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে,

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে।

ও সাথী, বোঝো নাকী

আছি বিপদে,

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে,

তোমার জন্য আজও

আমার প্রানও কাঁদে ..

ও সাথী বোঝ নাকী লিরিক্স – স্মৃতিকণা রায় :

O sathi bojho naki achi bipode

Tomar jonno aajo amar praano kande

Krishna preme jemon kore

Porechilo radha

Temni kore tomar preme

Achi ami bandha

Dau dau kore jwale aagun amar e mone

Ki koribo kothay jabo bolo go amay

Jibon diye ami bhalo besechi tomay



Read Also:  Tomar Akashey Lyrics (তোমার আকাশে) Shontaan | Vishal Mishra