O Mon Majhi Lyrics (ও মন মাঝি) Abir Biswas Bengali Song

0
58


O Mon Majhi Lyrics by Abir Biswas :

O Mon Majhi Song Is Sung by Abir Biswas. Starring: Shibanty Ghosh, Manasij Das And Abir. Song Lyrics In Bengali Written by Abir Biswas And Subir Biswas.

Song : O Mon Majhi

Singer & Composer : Abir Biswas

Lyrics : Abir Biswas & Subir Biswas

Story, ScreenPlay & Direction : Abhradipta Banerjee

D.O.P : Diljit Arghya

Label : AB Studios

O Mon Majhi Song Lyrics In Bengali :

নদীর বুকে উথাল পাথাল 

জোয়ার ভাটা বয়,

আমার মনের পিঞ্জিরা-খান 

শূন্য পড়ে রয়। 

হো.. নদীর বুকে উথাল পাথাল 

জোয়ার ভাটা বয়,

আমার মনের পিঞ্জিরা-খান 

শূন্য পড়ে রয়। 

আসবো আসবো বইলা সে 

আজও আইলো না, ও মন মাঝি 

তুই নাও বাইয়া চইলা যাসনা রে,

আমার মন খানা যে পইড়া রইলো ওপারে। 

এই মনের ব্যেথা তুই ছাড়া কে বা বোঝে রে 

ও মন নাও খানা তুই ফিরাইয়া না ওপারে।। 

গাঁয়েরই ওই মেঠো পথে তোরে দেখেছি 

ছেলেবেলার পুতুল খেলায় আবার মেতেছি,

ও.. গাঁয়েরই ওই মেঠো পথে তোরে দেখেছি 

ছেলেবেলার পুতুল খেলায় আবার মেতেছি,

যেমন ঘাসের উপর শিশির হোক  

তেমন কাজল ভরা চোখ,

খোঁপায় ফুলের মালা হোক 

কিংবা কাখে কলসি হোক,

তাহার রূপের মায়ায় আমি পাগল হয়েছি। 

সারাজীবন বাইয়া গেলাম 

ভাঙা ডিঙি খান,

তার বিরহে কালো হইলো 

আমার আসমান। 

ফিরবো ফিরবো কইরা হায় 

ফেরা গেলো না, ও মন মাঝি 

ও মন মাঝি 

তুই নাও বাইয়া চইলা যাসনা রে,

আমার মন খানা যে পইড়া রইলো ওপারে।

এই মনের ব্যেথা তুই ছাড়া কে বা বোঝে রে 

ও মন নাও খানা তুই ফিরাইয়া না ওপারে।।

ও মন মাঝি লিরিক্স – আবির বিশ্বাস :

Nodir buke uthal pathal

Jowar bhata boy

Amar moner pinjira khan

Read Also:  Tomar Akashey Lyrics (তোমার আকাশে) Shontaan | Vishal Mishra

Shunno pore roy

Asbo asbo boila se aajo ailo na

O mon majhi

Tui nao baiya choila jashna re

Amar mon khana je poira roilo opare

Abir Biswas,
Bengali Lyrics