সংলাপ :
আজ একটু প্রাণের কথা বলি গো
এই তো বাতাসটাতে ঘোর লেগেছে,
শোনো, কি কথা বলছে সে।
চোখে নেশার কাজল
কে যেন পরিয়ে দিলো,
এ নেশা ভালোবাসার নেশা
এ নেশা সর্বনাশের নেশা গো।
গান :
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা,
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা।
ও দিবানা মন
নাচি আয় মাদল বাজে শোন,
ও দিবানা মন
নাচি আয় মাদল বাজে শোন,
দুস্টু বাঁশি বাজলো যখন
ডাকলো কে যে দূরে তখন,
দুস্টু বাঁশি বাজলো যখন
ডাকলো কে যে দূরে তখন,
কোথায় গিয়ে যাই হারিয়ে
কেউ তা জানে না ..
ও দিবানা মন
নাচে মন কি করি এখন,
ও দিবানা মন
নাচে মন কি করি এখন।
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা,
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা।।
দল বেঁধে আজ উঠি মেতে
খুশির তুফান তুলে,
পায়ে পায়ে যাই মিলিয়ে
কাল কি হবে ভুলে।
ও.. দল বেঁধে আজ উঠি মেতে
খুশির তুফান তুলে,
পায়ে পায়ে যাই মিলিয়ে
কাল কি হবে ভুলে।
নাচের বোলে পাগল হোলে
দোষ কেউ দিও না ..
ও দিবানা মন
নাচে মন কি করি এখন।।
কার কথা যে ভেবে ভেবে
চমক লাগে গায়ে,
রিনিক ঝিনিক ছোঁয়া লাগে
আলতা পরা পায়ে।
হুম.. কার কথা যে ভেবে ভেবে
চমক লাগে গায়ে,
রিনিক ঝিনিক ছোঁয়া লাগে
আলতা পরা পায়ে।
ভালোবাসার আগুনটা তো
জ্বলে নেভে না..
ও দিবানা মন
নাচে মন কি করি এখন,
ও দিবানা মন
নাচে মন কি করি এখন।
ঝিম চাকা চাকা চাকা
ঝিম তানা নানা নানা,
নারে নারে নারে না না
নাচি ধিন ধিনা ধিনা।।
O Dibana Mon Lyrics In English :
O dibana mon
Nachi aay madol baje shon
Dustu banshi bajlo jokhon
Daklo ke je dure tokhon
Kothay giye jai hariye
Keu taa jane na
O diwana mon
Nache mon ki kori ekhon
Dol bendhe aaj uthi mete
Khushir tufan tule
Paaye paaye jai miliye
Kaal ki hobe bhule
nache boley pagol hole
Dosh keu diyo na
Kar kotha je vebe vebe
Chomok laage gaaye
Rinik jhinik chowa laage
Aalta pora paaye
Valobashar aagunta toh
Jwole nebhe na
Presenting Bengali Dance Troupe Song “O Dibana Mon” Lyrics Penned by Deba Prasad Chakraborty And Sung by Iman Chakraborty. Voice Recorded at OM Studio from Kolkata. Mix Anad Mastering at Sree Ram Studio from Mumbai. Dancer Direction And Choreographer Srila Chatterjee And Sonu Ali. Cast : Rituparna Sengupta, Srila Chatterjee And Sristi Dance Troupe Performers.
নাচবো আমি গাইবে তুমি বাংলা অ্যালবাম এর গান ও দিবানা মন গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী এবং গানটির সুর দিয়েছেন অশোক ভদ্র। ও দিবানা মন গানের লিরিক্স লিখেছেন দেব প্রসাদ চক্রবর্তী।