O Akash Samne Theke Ektu Sore Darao Lyrics by Anweshaa :
O Akash Samne Theke Ektu Sore Darao Lyrics Song Is Sung by Anweshaa And Written by Sabri Saberin. Music Composed by And Arranged by Dev Goutam. Song Mixing and Mastering by Sanjoy Ghosh.
Song : O Akash Samne Theke Ektu Sore Darao
Singer : Anwesha Dutta Gupta
Lyrics : Sabri Saberin
Music composed : by Dev Goutam
Keyboard : Partha Paul
Dhole, Tabla and percussion : Joy Nandi
Recordist : Soumen Paul
Video editing : Dev Goutam
Label : Sylhet Gitika
O Akash Samne Theke Ektu Sore Darao Song Lyrics In Bengali :
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও,
কতোদিন দেখিনা মা কে
কতোদিন দেখিনা মা কে
একটু দেখতে দাও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও।।
বাবা বলে মা লুকিয়ে আছে
হাজার তারার ভীড়ে,
কাঁদলে নাকি আসবে না আর
আমার কাছে ফিরে,
তাইতো আমি কাঁদি না আর
কান্না এলে তাও,
তাইতো আমি কাঁদি না আর
কান্না এলে তাও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও।।
ঘুমালে পরে মা নাকি শিয়রে
আসবে চুপিসারে,
রঙীন জামা, খেলার পুতুল
মেঘের ভেলায় চড়ে।
তাহলে কেন যে ঘুম ভাঙা ভোরে
মাকে না ফিরিয়ে দাও,
তাহলে কেন যে ঘুম ভাঙা ভোরে
মাকে না ফিরিয়ে দাও।
ও আকাশ সামনে থেকে
একটু সোরে দাড়াও,
ও আকাশ সামনে থেকে
একটু সোরে দাঁড়াও,
কতোদিন দেখিনা মাকে
কতোদিন দেখিনা মাকে
একটু দেখতে দাও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও,
ও আকাশ সামনে থেকে
একটু সরে দাঁড়াও।।
ও আকাশ সামনে থেকে একটু সরে দাঁড়াও লিরিক্স – অন্বেষা দত্তগুপ্ত :
O akash samne theke
Ektu sore darao
Kotodin dekhina maa ke
Ektu dekhte dao
Baba bole maa lukiye ache
Hajar taar bhire
Kadle naki ashbe na aar
Amar kache phire
Taito ami kandi naa aar
Kanna ele taao
Ghumale pore maa naki shiore
Ashbe chupisare
Rongeen jama khelar putul
Megher bhelay chore
Tahole keno je ghum vanga bhore
Maa ke na firiye dao
O akash samne theke
Ektu shore darao
Anweshaa,
Bengali Lyrics