Noy Konna Kotha Lyrics (নয় কন্যা কথা) Suchitra Sen

0
6


Noy Konna Kotha Lyrics bengali durga puja song is sung by Suchitra Sen. Navadurga, the nine divine forms of Goddess Durga song vfx and edited by Anindya Paul Chowdhury. Photo editing and manipulation by Rahul Ghosh and Soumyadeep Bhattacharya. Costume and concept design by Subhajeet Chakraborty. Noy Konna Kotha Lyrics in bengali written by Saikat Sarkar and music composed by Kishan Das. This video song performers are Jeniva Das, Sramana Dutta, Anudipa Chakraborty, Shreyashee Purkayastha, Nandini Majumdar and Ekta Mukherjee.

Noy Konna Kotha Song Information :

Song Name : Noy Konna Kotha
Singer : Suchitra Sen
Lyricist : Saikat Sarkar
Composition : Kishan Das
Director : Suchitra Sen
Cinematography : Sajib Bhowmik
Choreographer : Soumyadeep Bhattacharya
Producer : Arjun Sen

Noy Konna Kotha Lyrics In Bengali :

দক্ষযজ্ঞে সতী শিবনিন্দা অতি
অগ্নিকুণ্ডে মাঝে সমাহিত,
দেবকুল আহবানে অসুরবিনাশিনী
আদ্যাশক্তি পুন আবির্ভূত,
বৃষভ আরোহিনী ত্রিশূলধারিনী
গিরিরাজ নন্দিনী পদ্মধৃতা,
অর্ধচন্দ্র শোভা শৈলপুত্রী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী শৈলপুত্রীয়ৈ নমঃ।

নারদ উপদেশে তপস্বিনী বেশে
পার্বতী শঙ্কর আরাধনায়,
নির্জলা যাপনে দৃঢ় শঙ্করী
তপস্যারত ক্লিষ্ট কায়ায়,
কমণ্ডলু হস্তে জপমালা ধারিণী
শ্বেতবস্ত্র উমা পরিহিতা,
মহাযোগিনী ব্রহ্মচারিণী
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী ব্রহ্মচারিণীয়ৈ নমঃ।

ত্রিনয়ন শোভিত মহাতেজস্বিনী
বিপদনাশিনী শিবজায়া,
অশুভশক্তিনাশী দূর্ভোগদলনী
জগৎজননী মহামায়া,
ব্যাঘ্র আরোহিনী দশভূজা অস্ত্র
সর্ববাদ্যময়ী সুসজ্জিতা,
মহারনচন্ডি চন্দ্রঘন্টা মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী চন্দ্রঘন্টায়ৈ নমঃ।

কুষ্মা জঠরধারি বিশ্বসৃজয়নী
আদ্যাশক্তি মাতা কৃপাসিন্ধু,
স্নিগ্ধ হাস্যরতা তিমির বিলোপিনী
অমৃতসম আলোক বিন্দু,
ব্যাঘ্র আরোহিনী অষ্টভুজা পাপ
ত্রিতাপহারিণী কুম্ভধৃতা,
দিবাকর নিবাসিনী কুষ্মাণ্ডা মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী কুষ্মাণ্ডয়ৈ নমঃ।

কুমারেশ সৃজিতা পদ্মাসনা
মাতৃরূপেন স্নেহময়ী,
হে মহাশৌর্যা মহাঅভয়া
বহ্নিশিখা দৈত্যজয়ী,
সিংহ আরোহিনী চতুর্ভুজা মা
শতদল হস্তে প্রতিষ্ঠিতা,
ষড়ানন ক্রোড়ে স্কন্দমাতা জয়ো
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী স্কন্ধমাতায়ৈ নমঃ।

যুদ্ধডঙ্কা বাজে যুদ্ধদেবী সাজে
নমো কাত্যায়ন দুহিতা,
আজ্ঞাচক্রধারী দানব ঘাতিনী
শক্তিরূপেন শত্রু চিতা,
সিংহ আরোহিণী চতুর্ভুজা রণ
খড়্গহস্তে উগ্র লোহিতা,
দেবতেজোধারিণী কাত্যায়নী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী কাত্যায়নীয়ৈ নমঃ।

Read Also:  Iti Maa Lyrics (ইতি মা) Iman Chakraborty | Putul

কৃষ্ণবর্ণ তনু এলোকেশী রূপিনী
আগ্নেয়াক্ষি মহাভয়ঙ্করী,
পাপিষ্ঠ নাশিনী প্রলয় রূপিনী
ধর্ম স্থাপনায় শুভঙ্করী,
গর্ধভ আরোহিনী চতুর্ভুজা মা
বজ্র খড়্গে সমাদৃতা,
বিদ্যুৎ মালিকা কালরাত্রি মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী কালরাত্রিয়ৈ নমঃ।

গৌরবর্ণা তনু গাঙ্গেয় স্পর্শিনী
মহাউজ্জ্বলা অদ্বিতীয়া,
হে করুণানিধি বিশ্ববন্দিনী
মঙ্গলদায়িনী শিবপ্রিয়া,
বৃষভ আরোহিনী চতুর্ভুজা শূল
ডমরু হস্ত রূপে স্নিগ্ধতা,
শুভ্র শেতাম্বরী মহাগৌরী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী মহাগৌরীয়ৈ নমঃ।

অষ্ট সিদ্ধিদায়ী সিদ্ধেশ্বরী মা
স্বর্ণবর্ণা দেবী মহেশ্বরী,
হে মহাশক্তি রুদ্র আরাধ্যা
মহামন্ডিত দিগম্বরী,
কমল আরোহিনী চতুর্ভুজা গদা
শঙ্খচক্র সহ পদ্মধৃতা,
মহাযশশ্রী সিদ্ধিদাত্রী মা
মহারূপে দেবী অলঙ্কৃতা,
ওম দেবী সিদ্ধিদাত্র্যৈ নমঃ।

Noy Konna Kotha Song Video :



Noy Konna Kotha Lyrics In English :

Dokkhojogge soti shiboninda oti
Agnikunde majhe somahita
Debkul ahowane asurbinashini
Addyashakti puno abirbhuto
Brishobho arohini trishuldharini
Giriraj nandini padmadhrita
Ardhochandra shobha shiloputri maa
Moharupe debi alongkrita
Om devi shoiloputriye nomoh

Narad upodeshe toposwini beshe
Parbati shankar aradhonay
Nirjola japone driroh shankari
Topossharoto klisto kayay
Komondolu hoste jopomala dharini
Swetbostro uma porihita
Mohajogini brombhocharini
Moharupe debi alongkrita
Om devi brombhochariniye nomoh

Trinayan shobhito mohatejoswini
Bipodnashini shivjaya
Ashuboshaktinashi durbhogdoloni
Jogotjononi mohamaya
Byaghro arohini doshobhuja ashtre
Sorbbadyomoyi susojjito
Moharonochandi chandraghanta maa
Moharupe devi alonkrita
Om devi chandraghantaye nomoh

নয় কন্যা কথা গানের লিরিক্স লিখেছেন সৈকত সরকার এবং এই দূর্গা পূজার গানটি গেয়েছেন সুচিত্রা সেন। এই গানটির সুরকার হলেন কিশান দাস। এই গানের ভিডিওতে দেবী দুর্গার নয়টি দিব্য রূপ দেখানো হয়েছে, যাকে নবদুর্গা বলা হয়।

FAQs for Noy Konna Kotha

Who is the singer of Noy Konna Kotha?

Noy Konna Kotha song is sung by Suchitra Sen.

Who is the music director of Noy Konna Kotha?

The song Noy Konna Kotha is composed by Kishan Das.

Who is the lyricist of Noy Konna Kotha?

Saikat Sarkar has written the song “Noy Konna Kotha”.