Nijer Moto Lyrics (নিজের মত) Rajib Biswas | Shovan Ganguly

0
34


Nijer Moto Lyrics by Rajib Biswas :

Nijer Moto Song Is Sung by Rajib Biswas. Music Composed by And Song Lyrics In Bengali Written by Shovan Ganguly.

Song : Nijer Moto

Singer : Rajib Biswas

Lyrics & Music : Shovan Ganguly

Music Arrangement : Raja Chowdhury

Sound Engineer: Goutam Basu

Concept & Illustration : Godhuli Gupta

Animation Direction : Debasish Ghosh

Produced by : Bratati Biswas

Digital Partner : Bila Boy Entertainment 

Music Label : Suchitra Music

Nijer Moto Song Lyrics In Bengali :

কোনো হাওয়ায় ভেজে ডানা,

যার পায়ের সামিয়ানা

ওড়ে কথার কথা নিজের মত,

তার মনের মত করে,

ভোরে শীতের পাখি ওড়ে

ওড়ে আদর তার আছে যত। 

এই জলের মত দাগে,

কিছু আঁচড় লেগে থাকে

যার আঙুল চেনা ঘুমের মত,

কোন হাওয়ায় ভেজে ডানা, 

যার পায়ের শামিয়ানা

ওড়ে কথার কথা নিজের মত,

তার মনের মত করে,

ভোরে শীতের পাখি ওড়ে

ওড়ে আদর তার আছে যত।।

যদি হঠাৎ কোনো রাতে, 

মুঠো ভরা অজুহাতে

তাকে দেখে লাগে নিজের মত,

তার পায়ের মহাকাশে, 

ভরা শ্রাবন নেমে আসে

জলে জমে আছে শহর যত। 

এই জলের মত দাগে,

কিছু আঁচড় লেগে থাকে

যার আঙুল চেনা ঘুমের মতো,

কোন হাওয়ায় ভেজে ডানা, 

যার পায়ের শামিয়ানা

ওড়ে কথার কথা নিজের মতো,

তার মনের মত করে,

ভোরে শীতের পাখি ওড়ে

ওড়ে আদর তার আছে যত।।

নিজের মত লিরিক্স :

Kono haway veje dana

Jaar Paayer samiyana

Orey kothar kotha nijer moto

Taar moner moto kore

Bhore shiter pakhi orey

Ore ador taar ache joto

Bengali Lyrics



Read Also:  Dishehara Tui Lyrics (দিশেহারা তুই) Shuvro