Nei Ongikar Lyrics (নেই অঙ্গীকার) Tawhid Afridi | Akhtab

0
495

Nei Ongikar Lyrics by Tawhid Afridi :
Nei Ongikar Song is Sung by Akhtab Khan. Starring: Tawhid Afridi, Aishrin Ali and Tapu Mostafa. This Bengali song Lyrics written by Nahidul Islam Chonjury. This Music video directed by Hayat Mahmud Rahat.

Song : Nei Ongikar
Vocal, Tune & Music : Akhtab Khan
Lyricist : Nahidul Islam Chonjury
Directed By : Hayat Mahmud Rahat
Color/Edit : Hayat Mahmud

Nei Ongikar Song Lyrics In Bengali :
আমি চোখ বুজেই স্বপ্ন দেখেছি,
সেই স্বপ্নের আলোতে তোমায় খুঁজেছি।
আমি না বুঝেই ভালোবেসেছি,
রোদ্রছায়া কাব্যে তোমায় খুঁজেছি।
বলা হলো না, কত না বলা কথা,
জানি না, আসবে কি তুমি ফিরে আর।

কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।

হয়তো আবার আঁধারের কোন গল্পে
সঙ্গী হয়ে, হাটবো একই সাথে।
ভাবছো তুমি, পাবে কি আর আমাকে?
আবার আগের মতো করে।

সেই চেনা সুরে, সেই চেনা রং-এ,
আলতো ছুঁয়ে, রং মাখিয়ে,
আসবো না আমি আর তোমার হয়ে।

কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।

একা একলা পথে, খুঁজেছি তোমাকে,
তুমি আর নেই সেই ঠিকানায়।

তুমি আজও, আলো জ্বালো,
খুব গোপনে, খুব নীরবে,
আলতো ছুঁয়ে, রং মাখিয়ে,
আসবো না আমি আর তোমার হয়ে।

কোন মানা, কোন বাঁধা, কোন অঙ্গীকার,
নেই যেতে আর, নেই যে দেয়ার।

Ami chokh bujei shopno dekhechi
Sei shopner aalote Tomay khujechi
Ami na bujhei bhalobeshechi
Roudrochaya kabbey tomay khujechi
Bola holo na, Koto na bola kotha
Janina, Ashbe ki tumi phire aar
Konu mana, Konu badha, Kono ongikaar
Nei jete ar, Nei je deyar
Hoyto abar adharer kono golpe
shongi hoye hatbo eki sathe
Vabcho tumi Pabe ki ar amake
Abar ager moto kore Shei chena sure
Shei chena rong e
Alto chuye, Rong makhiye
Ashbo na ami ar Tomar hoye
Eka ekla pothe Khujechi tomake
Tumi ar nei shei thikanay
Tumi ajooo Alo jalo
Khub gopone khub nirobe