Nefertiti Lyrics (নেফারতিতি) Meghdol Band Song

0
59


Nefertiti Lyrics by Meghdol Band :

Nefertiti Song Performed by Meghdol Band from Neon Aloy Shagotom Bengali Album. Song Lyrics In Bengali Written by Shibu Kumer Shill.

Nefertiti Aas a Queen Of The 18th Dynasty Of Ancient Egypt, The Chief King’s Wife of Pharaoh Akhenaten.

Song : Nefertiti

Band : Meghdol

Album : Neon Aloy Shagotom

Lyrics and Composition : Shibu Kumer Shill

Artwork & Animation : Saba Islam

Nefertiti Song Lyrics In Bengali :

যাচ্ছ চলে নেফারতিতি

বিষন্ন চুল উড়ছে হাওয়ায়,

সবুজ আকাশ দূরে সরে যায়

পথের এখনও কিছুটা বাকী।

এখনই নামবে সন্ধ্যা

পৃথিবীর পুরোনো পথে,

ল্যাম্পপোস্ট নতজানু প্রার্থনায়

একা দাঁড়িয়ে থাকে ….

হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে তুমি পার না

একা চাঁদ চাঁদের কংকাল,

হেঁটে যেতে যেতে ভুল পথে তুমি থামো না

খোঁজো না উদার আকাশ।

কিছু সূর্যগন্ধীমেঘ

কিছু বিস্মরণের নদী বয়ে যায় তোমার,

আত্মার কাছাকাছি

নেফারতিতি।

যাবেই চলে নেফারতিতি

বিষন্ন চুল উড়ছে হাওয়ায়,

সবুজ আকাশ দূরে সরে যায়

শহরে আজও বৃষ্টির দিন।

তোমার শঙ্খশরীরে জলপদ্মরেখা

এখনই যেও না অন্ধকারে,

আমাকে ফেলে একা।

যাচ্ছ চলে নেফারতিতি লিরিক্স – মেঘদল ব্যান্ড :

Jaccho chole Nefertiti 

Bishonno chul urche haway

Sobuj akash dure sore jaay

Pother ekhono kichuta baki

Ekhoni nambe sondhya

Prithibir purono pothe

Lamp post notojanu parthonay

Eka dariye thake

Bengali Lyrics,
Meghdol Band