Neela Lyrics By Miles Band from Prottasha Bangla Album.
তোমার চোখে
চেয়ে দেখি আমি জীবনটাকে,
ভালোবাসার স্মৃতিগুলো
তোমাকে শুধু চায়।
কিছু কথা, কিছু আশা নিয়ে জীবনটাতে
অনাবিল সব সুখের ছোঁয়ায়,
তোমাকে কাছে চায়।
ওই সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয় তোমারি আশায়।
নীলা তুমি কি চাও না হারাতে ওই নিলীমায়
যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়,
নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়।
ফুলের মত সৌরভে ভরিয়ে দিয়ে
তোমায় আমি ভালোবেসে,
আরো কাছে পেতে চাই।
দুরন্ত প্রেম, ঝর্না ধারারই মত
ছুটে চলে অবিরত তোমার ঠিকানায়।
ওই সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয় তোমারই আশায়।
নীলা তুমি কি চাও না হারাতে ওই নিলীমায়
যেখানে দুটি মন এক হয়ে ছবির মত জেগে রয়।
নীলা তুমি কি জানো না আমার হৃদয়ের ঠিকানা
যেখানে তোমার আমার প্রেম মিলে মিশে এক হয়।
ওই সুদূর নিলীমায় মন হারিয়ে যেতে চায়
যেথায় সময় থেমে রয় তোমারই আশায়।
Neela Lyrics In English :
Tomar chokhe
Cheye dekhi ami jobnontake
Valobashar smritigulo
Tomake shudhu chaay
Kichu kotha kichu asha niye jibontate
Onabil shob sukher choway
Tomake kache chaay
Oi sudur nilimay mon hariye jete chaay
Jethay somoy theme roy tomari ashay
Neela tumi ki chao na harate oi nilimay
Jekhane duti mon ek hoye chobir moto jege roy
Neela tumi ki jano na amar hridoyer thikana
Jekhane tomar amar prem mile mishe ek hoy
Phuler moto sourove bhoriye diye
Tomay ami bhalobeshe
Aaro kache pete chai
Duronto prem jhorna dharari moto
Chutey chole obiroto tomar thikanay
Neela is a bengali song from Prottasha bengali album.
Neela bengali song performed by Miles Band.