Na Pawa Tumi Lyrics (না পাওয়া তুমি) Shamiul Shezan

0
517


Na Pawa Tumi Lyrics Bengali Song Song Is Sung by Shamiul Shezan. Music Composed by And Na Pawa Tumi Song Lyrics In Bengali Written by Shamiul Shezan. Song Mixing and Mastering by Shamiul Shezan.

Na Pawa Tumi Song Credits :

Song Name : Na Pawa Tumi

Vocal, Lyrics And Tune : Shamiul Shezan

Composition : Shamiul Shezan

Mix and mastered by : Shamiul Shezan

Relaise Date : 1 January 2023

Na Pawa Tumi Lyrics In Bengali :

সীমাহীন ছলনাতে

মিথ্যে তোমার পুরোটা,

কালো মেঘে কেঁদেছে

তোমার তীব্র নিষ্ঠুরতায়। 

এভাবে দিন আঁধারে গড়িয়ে

দুটি পথ দু দিকে হারিয়ে,

তোমার দিয়ে যাওয়া আঘাতে

কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 

আ ..আ..

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ,

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ। 

আঁধারে রাতে আমার শুন্য প্রতিক্ষণ

জেগে থাকি ব্যথা জড়িয়ে সারাক্ষণ,

পারিনি তোমার ছায়া হতে কভুও

এভাবেই হেরে যায় ভালোবাসা সব। 

কি করে ভুলি তোমায়

আঁধারে মেশালে আমায়,

ভিড়ের এ শহরে আমি একা

তোমায় খুঁজে যাই। 

এভাবে দিন আঁধারে গড়িয়ে

দুটি পথ দু দিকে হারিয়ে,

তোমার দিয়ে যাওয়া আঘাতে

কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 

এভাবে দিন আঁধারে গড়িয়ে

দুটি পথ দু দিকে হারিয়ে,

তোমার দিয়ে যাওয়া আঘাতে

কেঁদেছে মায়া তোমায় ফেরাতে। 

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ,

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ,

সেই তুমি আমার নও

না পাওয়া শহর স্তব্ধ। 

Na Pawa Tumi Lyrics In English :

Simaheen chlonate mitthey tomar purota

Kalo meghe kedeche tomar tibro nisthurotay

Evabe din andhare goriye

Duti poth dudike hariye

Tomar diye jaowa aghate

Kedeche maya tomay ferate

Sei tumi amar nou

Na paowa shohor stobdho

Andhare raate amar shunno protikkhon

Jege thaki beytha joriye sarakkhon

Parini tomar chaya hobe kobhuo

Evabei here jaay valobasha shob

Ki kore bhuli tomay

Andhare meshale amay

Bhirer e shohore ami eka

Tomay khuje jai

“না পাওয়া তুমি” গানটি গেয়েছেন সামিউল সেজান। গানটির সুর দিয়েছেন এবং না পাওয়া তুমি গানের লিরিক্স লিখেছেন সামিউল সেজান।

Shamiul Shezan