Mukhosh Title Song Lyrics by Noble Man :
Mukhosh Bengali Movie Cast : Mosharraf Karim, Pori Moni, Ziaul Roshan, Abul Kalam Azad, Iresh Zaker, Faruq Ahmmed, Pran Roy, Tareq Shapan, Rashed Mamunur Opu, Elina Shammi, Rashed Al Mamun, Alongker Chowdhury, Abraham Tamim, Aronno Bijoy And Others.
Song : Mukhosh Title Track
Movie : Mukhosh
Singer : Mainul Ahsan Noble
Lyrics : Abraham Tamim
Composer : Ahmmed Humayun
Writter & Director : Efthakhar Suvo
Cinematographer : Forhad Hossain & Nahian Belal
Editor : Mahi Islam Mitul
VFX : Din
Art Director : Rahamatullah Basu
Sound Design : Ripon Nath
Label : Tiger Media
Mukhosh Title Song Lyrics In Bengali :
দিশেহারা সময় মিথ্যার অন্ধকারে
খুঁজে চলেছি আমায়,
হিংস্র মুখোশের ছোবলে স্বপ্নের হাহাকার
নকল মানুষের ভিড়ে
বেচতে বসেছি কান্না আমার।
মাতাল শূন্যতায় মানুষের ভেতর
মানুষ কেমন অমানুষ হয়ে যায়,
বিশ্বাস পুড়ে ছাই নিশ্চুপ বয়ে যায়
পাথর জীবন গুনছে দিন
মৃত্যুর কিনারায় …
চারিদিকে সব মুখোশের খেলা
বিষাক্ত চেহারায়,
আমার ভেতর আমি কেবল
নিঃশেষ হয়ে যাই,
ভোর ছুটে যায় দূরে বহুদূরে
মহাশুন্নে একাকী,
রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের
ভেতর জেগে থাকি।
অশান্তরা কেঁদে ওঠে বোবা যন্ত্রণায়
আমিও হারিয়েছি মুখে মুখোশের খেলায়,
অবিরাম রাত কাটছে নতুন ভোরের আশায়।
কিভাবে দৃশ্যরা হারিয়ে যায় শহরের মগ্নতায়
মায়াডোরে স্বপ্ন বাঁধা সব ছলনাময়।
চারিদিকে সব মুখোশের খেলা
বিষাক্ত চেহারায়,
আমার ভেতর আমি কেবল
নিঃশেষ হয়ে যাই,
ভোর ছুটে যায় দূরে বহুদূরে
মহাশুন্নে একাকী,
রোজগার অভিনয় ভেঙ্গে ঘুমের
ভেতর জেগে থাকি।
মুখোশ লিরিক্স – নোবেল ম্যান :
Dishehara somoy mitthar andhokare
Khuje cholechi amay
Hingsro mukhosher chobole
Sopner hahakar
Nokol manusher bhire
Bechte bosechi kanna amar
Matal shunnotay manusher vetor
Manush kemon omanush hoye jaay
Bishwash pure chay nishchup boye jay
Pathor jibon gunche din
mrittur kinaray
Charidike shob mukhosher khela
bishakto cheharay
Amar bhetor ami kebol
nishesh hoye jai
bhor chute jaay dure bohudure
Mohashunney ekaki
Rojgar obhinoy venge ghumer
Vetor jege thaki
মুখোশ গানটি গেয়েছেন নোবেল ম্যান। গানটি হল মুখোশ মুভির গান। মুখোশ গানের লিরিক্স লিখেছেন আব্রাহাম তামিম এবং গানটির সুর দিয়েছেন আহমেদ হুমায়ূন।
Bengali Lyrics,
Mosharraf Karim,
Noble Man