Mrito Nabiker Gaan Lyrics by Ananya Chakraborty :
Mrito Nabiker Gaan Song Is Sung by Ananya Chakraborty. Song Mix And Master by Sachin Talukdar.
Song : Mrito Nabiker Gaan
Vocal, Lyrics & Composition : Ananya Chakraborty
Piano & Ukulele : Souptik Mazumder
Bass : Sunny Sharma
Song Designer : Souptik Mazumder
Mrito Nabiker Gaan Song Lyrics In Bengali :
মনে হয় অবিকল
তোমারই মতো কেউ পিছু ডাকে সারাদিন,
তাকে চেনে না তো কেউ।
আরও হাওয়া বয়ে যায়
তোমাকে ভোলার দায়,
আমি কুড়োতে কুড়োতে কাটি দিন,
কাটি রাত।
মনে হয় অবিকল
তোমারই মতো কেউ পিছু ডাকে সারাদিন,
তাকে চেনে না তো কেউ।।
খড়কুটো দিয়ে ঘর
হাওয়া বাস করে ঝড়,
আলো ছায়াদের পায়, চোরা প্রেমিকের ছায়।
ঘুমপাড়ানির গান, বোবা গোলাপের ঘ্রান
ঘুমপাড়ানির গান, বোবা গোলাপের ঘ্রান
শুঁকি রোজ দুই বেলা করে গাই
মৃত নাবিকের গান ..
মনে হয় অবিকল
তোমারই মতো কেউ পিছু ডাকে সারাদিন,
তাকে চেনে না তো কেউ।।
মৃত নাবিকের গান লিরিক্স – অনন্যা চক্রবর্তী :
Mone hoy obikol
Tomari moto keu pichu daake saradin
Taake chene na toh keu
Aaro hawa boye jaay
Tomake bholar daay
Ami kurote kurote kati din kati raat
Khorkuto diye ghor
Hawa bas kore jhor
Aalo chayader paay chora premiker chaay
Ghumparanir gaan boba golaper ghran
Shuki roj dui bela kore gai
Mrito Nabiker Gaan
Ananya Chakraborty,
Bengali Lyrics