Moyna Song Lyrics (ময়না) Sayan | Rittika | Arob | Avishek

0
16


ওরে ও ময়না তোকে ভালোবেসেছি

ইমিটেশনের কত গয়না দিয়েছি,

কপালেতে ট্যাট্টু করে লিখেছি তোর নাম

বুকভরা ভালবাসার কী দিলি তুই দাম ?

এলো এক টাকলা কাকা

নিয়ে সরকারি চাকরি,

তুই কাকার হাতে সিঁদুর পরে 

গেলি শ্বশুর বাড়ি। 

ময়না, আয় না, এ বুকে ফিরে আয়

বেকার আশিক ডাকে তোকে আয় আয়,

ময়না, আয় না, এ খাঁচায় ফিরে আয়

হ্যান্ডসাম আশিক ডাকে তোকে আয় আয়।। 

হো.. ময়না একলা রাতে 

বাঁধ মানে না চোখের জল,

টাকলা কাকার কাছে 

কী সুখ পেলি আমায় বল ?

হো.. আমিও তো ঘুষ দিয়েছি

চাকরি তবু জোটেনি,

এত বড় আশিক তাও 

বিয়ের ফুল ফোটেনি। 

চৌবাচ্চায় বসে পড়ি যখন কান্না পায়

কাঁদি জলে ডুবে ডুবে

যাতে কেউ না দেখতে পায়। 

ময়না, আয় না, এ বুকে ফিরে আয়

বেকার আশিক ডাকে তোকে আয় আয়,

ময়না, আয় না, এ খাঁচায় ফিরে আয়

হ্যান্ডসাম আশিক ডাকে তোকে আয় আয়।। 

স্বপ্ন ছিল ময়নারে তোর সাথেই হবে বিয়ে

দার্জিলিং এ মোমো খাব কাঁটা চামচ দিয়ে,

সোনার সংসার উঠবে ভালোবাসায় সেজে

তুই রাঁধবি খাসি, আমি দেব বাসন মেজে। 

সকালবেলা ক্যারাম খেলি, বিকালবেলা তাস

রাত্রিবেলা ডানা মেলি আমি হরিদাস,

বাপকে ডাকি পিসেমশাই, মাকে ডাকি মাসি

আমার বেহাল দশা দেখে হায়না দিলো হাসি। 

আমি তো দেখতে ভালো

লোকাল শাহরুখ খান,

বরাবরই পাড়ার মেয়েদের 

আমার উপর টান,

কতজনই এলো গেলো ময়না এলো না

ভেঙে যাওয়া হৃদয় আমার শান্তি পেল না। 

বসে থাকি জানলা খুলে আমি অপেক্ষায়

যদি কোন ঘূর্ণিঝড়ে, 

ওরে ময়না এসে যায়। 

ময়না, আয় না, এ বুকে উড়ে আয়

বেকার আশিক ডাকে তোকে আয় আয়,

ময়না, আয় না, এ খাঁচায় ফিরে আয়

হ্যান্ডসাম আশিক ডাকে তোকে আয় আয়।। 

ময়না আয় না লিরিক্স – সায়ন ও ঋত্বিকা :

Ore o Moyna toke bhalobesechi

Imitation er koto goyna diyechi

Kopalete tattoo kore likhechi tor naam

Buk bhora bhalobashar ki dili tui daam

Elo ek takla kaka

Niye sorkari chakri

Tui kakar haate sindur pore 

geli shoshur bari

Moyna aye na e bukr phire aye

Bekar ashiq daake toke aye aye

Moyna aay na e khachay phire aae

Bekar ashik dake toke aye aye

Moyna ekla raate bandh mane na chokher jol

Takla kakar kache

Ki sukh peli amay bol

Amio toh ghush diyechi

Chakri tobu jotey ni

Eto boro ashiq taao biyer ful fotey ni