মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ,
শ্রাবণ মেঘে নাচে নটবর
শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে,
শ্রাবণ মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম, রমঝম,
মোর ঘুমঘোরে এলে, ঘুম-ঘোরে
ঘুমঘোরে এলে মনোহর।।
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন
শিয়রে বসি চুপিচুপি চুমিলে নয়ন,
মোর বিকশিল আবেশে তনু
মোর বিকশিল আবেশে তনু,
মোর বিকশিল আবেশে তনু
নীপ-সম, নিরুপম, মনোরম।
মোর ঘুমঘোরে এলে, ঘুম-ঘোরে
ঘুমঘোরে, এলে মনোহর।।
মোর ফুল বনে ছিল যত ফুল
মোর, ফুল বনে ছিল যত ফুল,
ভরি ডালি, দিনু ঢালি,
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর।
মোর ফুল বনে ছিল যত ফুল
ভরি ডালি, দিনু ঢালি,
দেবতা মোর, দেবতা মোর, দেবতা মোর।
হায় নিলে না সে ফুল
হায় নিলে না সে ফুল, ছি ছি বেভুল,
নিলে তুলি, খোঁপা খুলি, কুসুম-ডোর।
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি
স্বপনে কি যে কয়েছি তাই গিয়াছ চলি,
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়,
জাগিয়া কেঁদে ডাকি দেবতায়
প্রিয়তম, প্রিয়তম, প্রিয়তম।
মোর ঘুম ঘোরে এলে মনোহর
নমো নমঃ, নমো নমঃ, নমো নমঃ,
শ্রাবণ মেঘে নাচে নটবর
শ্রাবণ মেঘে নাচে নাচে নাচে,
শ্রাবণ মেঘে নাচে নটবর
রমঝম, ঝমঝম, রমঝম,
মোর ঘুমঘোরে এলে, ঘুম-ঘোরে
ঘুমঘোরে এলে মনোহর।।
মোর ঘুম ঘোরে এলে মনোহর লিরিক্স – নজরুল গীতি :
Mor Ghumo Ghore Ele Monohor
Nomo nomo, Nomo nomo, Nomo nomo,
Shrabono meghe nache notobor
Shrabono meghe nache nache nache
Romojhomo jhomojhomo romojhomo
Ghumo Ghore Ele Manohar
Shiyore bosi chupi chupi chumile noyon
Mor bikoshilo abeshe tanu
Nip-somo nirupomo monoromo
Mor Ghumo Ghore Ele Manahar
Mor phulo bone chilo joto phul
Bhori daali dinu dhali
Debota mor, Debota mor, Debota mor,
Haay nile na se phul
Haay nile na se phul chhichhi bebhul
Nile tuli khopa khuli kusum dor
Shopone ki je koyechi tai giyacho choli
Jagiya kede daaki debotay
Priyotomo priyotomo priyotomo
Mor Ghumo Ghore Ele Monohor