হঠাৎ এ মন, হাওয়ার মতন
চোখে ধুলোর আঁচড়ে,
ডানা বেঁধে মন হারাতে
তার চোখে ঘর দেখেছে।
হঠাৎ এ মন, হাওয়ার মতন
চোখে ধুলোর আদরে,
কোথায় যে তার বালির প্রাসাদ
ওই মনে ঘর বেঁধেছে।
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়,
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।।
হঠাৎ আবার, চেনা হাওয়ার
চোখে এ চোখ থেমেছে,
মনের পরাগ লুকোনো থাক
মন ভরে দেখি তাকে।
হঠাৎ আবার, প্রিয় হাওয়ার
ছোঁয়ায় এ মন হেসেছে,
আস্কারাতে সব হারাতে
তার মনে ঘর বেঁধেছে।
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়,
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।।
মেঘের সাজে, হাওয়ারা এসে
বেঁধে গেলো মনের ডামসারাজ,
হাসির ঠোঁটে, ইশারা ফোটে
তার কথা সব বলে যাক।
মেঘের কাছে, ধরা পড়েছে
মনে মনে লুকোনো আওয়াজ,
পলাশ চোখে পিছলে ডুবে
তার কাছে সব বলা থাক।
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়,
সে যে আমার মনের মতো
তবে আমার মতো সে নয়।।
হঠাৎ এ মন, হাওয়ায় জখম
আজ কেমন সে রোদ কুড়িয়ে,
রানীর পাড়ায় মুক্ত ছড়ায়
এই মনে ভাগ বসিয়ে।
হঠাৎ কখন নিজের মতন
অগোছালো রং উড়িয়ে,
সোহাগ লোকায় ওই খেলনা
এই মনে মন জড়িয়ে।
সে যে আমার মনের মতো
সে যে আমারই মনে হয়,
সে যে আমার মনের মতো
সে যে আমারই মনে হয়।।
Moner Moto Song Lyrics In English :
Hotath e mon hawar moton
Chokhe dhulor achore
Dana bendhe mon harate
Tar chokhe ghor dekheche
Hotath e mon hawar moton
Chokhe dhulor adore
Kothay je tar balir prasad
Oi mone ghor bedheche
Se je amar moner moto
Tobe amar moto se noy
Hotath abar chena hawar
Chokhe e chokh themeche
Moner porag likono thak
Mon bhore dekhi taake
Hotath abar priyo hawar
Choway e mon heseche
Ashkarate sob harate
Tar mone ghor bedheche
Megher saaje hawara eshe
bedhe gelo moner damsaraj
Hasir thote isahara fotey
Tar kotha sob bole jaak
Megher kache dhora poreche
Mone mone lukono awaj
Polash chokhe pichle dube
Tar kache sob bola thak
Hotath e mon haway jokhom
Aaj kemon se rod kuriye
Ranir paray mukto choray
Ei mone bhag bosiye
Hotath kokhon nijer moton
Ogochalo rong uriye
Sohag lokay oi khelna
Ei mone mon joriye
Se je amar moner moto
Se je amari mone hoy
বনি সেনগুপ্ত এবং আয়সী তালুকদার অভিনীত আর্চির গ্যালারি বাংলা সিনেমার গান মনের মতো গানটি গেয়েছেন দীপায়ন ব্যানার্জী। গানটির সুর দিয়েছেন অনিক ধর। মনের মতো গানের লিরিক্স লিখেছেন নীলাঞ্জন চক্রবর্তী।