Mone Ki Pore Shyamorai Lyrics by Iman Chakraborty :
Shyam Steel Presents Mone Ki Pore Shyamorai Song Is Sung by Iman Chakraborty. Music Composed by Indraadip Dasgupta And Song Lyrics In Bengali Written by Ritam Sen.
Song : Mone Ki Pore Shyamorai
Singer : Iman Chakraborty
Music by : Indraadip Dasgupta
Lyrics : Ritam Sen
Music Arrangement : Amit – Ishan
Recording Engineer : Shiladitya Sarkar
Show Direction : Shakya Roy Choudhury & Apratim Dutta
DOP : Piter
Art Director : Sumanta Chatterjee
Produced By : Shyam Steel & Butterfly Films & Music
Mone Ki Pore Shyamorai Song Lyrics In Bengali :
মনে কি পড়ে শ্যামরাই
ও.. কখনো দুখিনী রাধায়,
ও.. মনে কি পড়ে শ্যামরাই
হা.. কখনো দুখিনী রাধায়,
চাতকও এই দিন-মান
চাতকও এই ব্রজধাম,
তোমারই আশায় আশায়,
ও.. মনে কি পড়ে শ্যামরাই।
এ যমুনা কূলে, অমাকালো জলে
এ যমুনা কূলে, অমাকালো জলে,
মায়ারও মুরতি রাধিকা চেনে,
রাধিকা চেনে।
চাতকও এই দিন-মান
চাতকও এই ব্রজধাম,
তোমারই আশায় আশায়,
ও.. মনে কি পড়ে শ্যামরাই।
কেন বাজে বাঁশি অথই উদাসী
কেন বাজে বাঁশি অথই উদাসী,
অভাগী এ ক্ষতি ব্যথা দিয়ে কেনে
ব্যথা দিয়ে কেনে।
চাতকও এই দিন-মান
চাতকও এই ব্রজধাম,
তোমারই আশায় আশায়,
ও.. মনে কি পড়ে শ্যামরাই
ও.. কখনো দুখিনী রাধায়,
ও.. মনে কি পড়ে শ্যামরায়।
মনে কি পড়ে শ্যামরাই লিরিক্স – ইমন চক্রবর্তী :
Mone Ki Pore Shyamrai
Kokhono dukhini radhay
Chatoko ei dinoman
Chatoko ei brojodham
Tomari ashay ashay
E jomuna kule omakalo jole
Mayaro muroti radhika chene
Keno baaje banshi othoi udashi
Obhagi e khoti betha diye kene
Bengali Lyrics,
Iman Chakraborty