কি হবে এই সবই ছেড়ে
যদি যাই চলে,
তুমি কি সাথী হবে
কাউকে কিছু না বলে?
মন কেন যে মানে না
কোন দোটানায় জানে না,
রাত-দিন এ ভাবনায়
আনচান হয়ে রয়।
এই আমি কি সেই জন
যার জন্য তুমি অপার,
হাত ধরে যার সাথে
সাত-দরিয়া পারো হতে পার।
যখন আমি তোমার
চোখের আড়ালে রই,
আমার ছবি তোমার মন-দেউলে কই !
এই রাত দিন আমার কেটে যায়
তোমায় ভেবে,
শ্রাবনে প্লাবন মন ভাসায়
কখন তোমায় পাবে।
আমি শুধু তোমাকে চেয়েছি
আমার সকল ভাবনায়,
তোমাকে না পেলে
জীবনে কিছু নাই।
রাত-দিন এ ভাবনায়
আনচান হয়ে রই।
এই আমি কি সেই জন
যার জন্য তুমি অপার,
হাত ধরে যার সাথে
সাত-দরিয়া পারো হতে পার।
যখন আমি তোমার
চোখের আড়ালে রই,
আমার ছবি তোমার মন-দেউলে কই !
কি হবে এই সবই ছেড়ে
যদি যাই চলে,
তুমি কি সাথী হবে
কাউকে কিছু না বলে ?
মন কেন যে মানে না
কোন দোটানায় জানে না,
রাত-দিন এ ভাবনায়
আনচান হয়ে রয়।
এই আমি কি সেই জন
যার জন্য তুমি অপার,
হাত ধরে যার সাথে
সাত-দরিয়া পারো হতে পার।
যখন আমি তোমার
চোখের আড়ালে রই,
আমার ছবি তোমার মন-দেউলে কই !
Mon Deuley Lyrics In English :
Ki hobe ei sobi chere
Jodi jai chole
Tumi ki sathi hobe
Kauke kichu na bole
Mon keno je mane na
Kon dotanay jaane na
Raat-din e vabonay
Aanchan hoye roy
Ei ami ki sei jon
Jaar jonney tumi opar
Haat dhore jaar sathe
Saat doriya paro hote paar
Jokhon ami tomar
Chokher arale roi
Amar chobi tomar mon deuley koi
Ei raat din amar kete jaay
TOmay vebe
Shrabone plabon mon bhasay
Kokhon tomay pabo
Ami shudhu tomake cheyechi
Amar sokol vabonay
TOmake na pele
Jibone kichu nai
মন দেউলে গানের কথা লিখেছেন গুঞ্জন রহমান এবং গানটি গেয়েছেন হৃদয় খান। গানের সুর দিয়েছেন শ্রীলঙ্কান সংগীতশিল্পী রাজ থিল্লাইয়ামপালাম।