Moder Gorob Moder Asha Lyrics (মোদের গরব মোদের আশা) Bhasha Dibosh Song

0
97


মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা।

মাগো তোমার কোলে, 

মাগো তোমার কোলে, তোমার বোলে, 

কতই শান্তি ভালোবাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

কি যাদু বাংলা গানে

কি যাদু বাংলা গানে

গান গেয়ে দাঁড় মাঝি টানে,

গেয়ে গান নাচে বাউল, 

গেয়ে গান নাচে বাউল, 

গান গেয়ে ধান কাটে চাষা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌,

হেম, মধু, বঙ্কিম, নবীন,

বিদ্যাপতি, চণ্ডী, গোবিন্‌,

হেম, মধু, বঙ্কিম, নবীন,

ওই ফুলেরই মধুর রসে 

ওই ফুলেরই মধুর রসে

বাঁধলো সুখে মধুর বাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

বাজিয়ে রবি তোমার বীণে

আনলো মালা জগৎ জিনে,

বাজিয়ে রবি তোমার বীণে

আনলো মালা জগৎ জিনে,

তোমার চরণ-তীর্থে মাগো 

তোমার চরণ-তীর্থে মাগো

জগৎ করে যাওয়া-আসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

ঐ ভাষাতেই প্রথম বোলে

ডাকনু মায়ে মা, মা বলে,

ঐ ভাষাতেই প্রথম বোলে

ডাকনু মায়ে মা, মা বলে,

ঐ ভাষাতেই বলবো হরি

ঐ ভাষাতেই বলবো হরি, 

সাঙ্গ হলে কাঁদা হাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

মাগো তোমার কোলে, 

মাগো তোমার কোলে, তোমার বোলে, 

কতই শান্তি ভালোবাসা,

আ-মরি বাংলা ভাষা,

মোদের গরব, মোদের আশা, 

আ-মরি বাংলা ভাষা। 

Moder Gorob Moder Asha Lyrics In English :

Moder gorob moder asha

Aa mori bangla bhasa

Maa go tomar kole tomar bole

Kotoi shanti bhalobasha

Aa mori bangla bhasa

Ki jadu bangla gaane

Gaan geye daar majhi taane

Geye gaan nache baul

Gaan geye dhan kate chasa

Aa mori bangla bhasa

Bidyapati chandi gobin

Hem madhu bankim nabin

Oi fuleri modhur rose

Badhlo sukhe modhur basa

Aa mori bangla bhasha

Bajiye robi tomar bine

Aanlo mala jogot jine

Tomar choron tirthe maa go

Jogot kore jaowa asha

Aa mori bangla bhasa

Oi bhasatei prothom bole

Daknu maaye maa maa bole

Oi bhasatei bolbo hori

Sanggo hole kanda hasa

Aa mori bangla bhasa

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের গান মোদের গরব মোদের আশা আ মরি বাংলা ভাষা গানের লিরিক্স লিখেছেন এবং গানটির সুর দিয়েছেন অতুল প্রসাদ সেন। একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে সুপরিচিত।