Miliye Nio Lyrics (মিলিয়ে নিও) Nachiketa Chakraborty | Farzana Sifat

0
118


Miliye Nio Lyrics by Nachiketa Chakraborty And Farzana Sifat :

An Indo-Bangladesh Musical Collaboration Miliye Nio Song Is Sung by Nachiketa Chakraborty  And Farzana Sifat. Music Composd by Joy Sarkar. Song Mixing and Mastering by Goutam Basu. Miliye Nio Lyrics Written by Srijato.

Song : Miliye Nio

Singer : Nachiketa Chakraborty & Farzana Sifat 

Lyrics : Srijato

Composer : Joy Sarkar

Programming : Sabuj-Ashish

Direction : Soumojit Adak & Team

Cinematography : Amlan Saha

Edit : Shinjan Basu

Color : Arijit Bose

Production Head : Gourab Bhatta

Executive Producer : Saheb Halder

Music Label : Gan Goppo

Miliye Nio Song Lyrics In Bengali :

মিলিয়ে নিও সব মুছে যায়

হোক সে মেঘ বা তারা,

থাকে কেবল ভুল দেরাজে

পুরনো চিঠির পাতারা। 

মিলিয়ে নিও সব মুছে যায়

হোক সে মেঘ বা তারা।। 

মুছে যেতে পারে জলছবি

হারানো সুরের বান্ধবী,

যেমন হারায় তার গান একা

এস্রাজে। 

মুছে যেতে পারে সব কথা

দু’হাতে সাজানো স্তব্ধতা,

যেমন হঠাৎ তার মন খারাপ

হয়ে বাজে। 

থাকে কেবল নীল সময়ে

বর্ষাবিহীন ছাতারা,

মিলিয়ে নিও সব। 

মুছে যেতে পারে দিনগুলো

মুঠোতে অতীত রংধুলো,

যেমন পালায় সন্ধ্যের পরাগ

এক ছুটে। 

মুছে যেতে পারে রাত ভোরও

স্বাধীনতাহীন অক্ষরও

যেমন স্নানের জল চায়

কাজলকে ধুতে। 

থাকে কেবল কোন ধূসরে

কবিতা লেখার খাতারা ..

মিলিয়ে নিও সব মুছে যায়

হোক সে মেঘ বা তারা,

থাকে কেবল ভুল দেরাজে

পুরনো চিঠির পাতারা। 

মিলিয়ে নিও সব।।  ​

মিলিয়ে নিও লিরিক্স – নচিকেতা চক্রবর্তী ও ফারজানা সিফাত :

Miliye Niyo Sob Muche Jay

Hokh se megh ba tara

Thake kebol bhul deraje

Purono cithir patara

Muche jete pare jolchobi

Harano surer bandhobi

Jemon haray tar gaan eka

Esraje

Muche jete pare sob kotha

Du haate sajano stobdhota

Jemon hotath tar mon kharap

Hoye baaje

Thake kebol neel somoye

Borshabihin chatara

মিলিয়ে নিও গানটি গেয়েছেন নচিকেতা চক্রবর্তী ও ফারজানা সিফাত। গানটির সুর দিয়েছেন জয় সরকার। মিলিয়ে নিও সব গানের লিরিক্স লিখেছেন শ্রীজাত।

Farzana Sifat,
Joy Sarkar,
Nachiketa Chakraborty,
Srijato