Meherbaan Lyrics by Noble Man :
Meherbaan Song Cast: Noble Man, Ayesha Marzana, Arefin Zilani And Others.
Song : Meherbaan
Singer : Noble Man
Lyrics : Ahmed Risvy
Tune & Composition : Ahmmed Humayun
Director : Shahrear Polock
DOP : Bishawjit Datta
Associate Director : Mustafi Shimul
Production : Prekkha Greehoo Visual Factory
Label : Soundtek
Meherbaan Song Lyrics In Bengali :
খোদা তুমি বড় মেহেরবান
তুমি মোর রহিম রহমান,
খোদা তুমি বড় মেহেরবান
তুমি মোর রহিম রহমান,
জানি না কোথায় পাবো পথেরই দেখা
শুধু কি ভাগ্যে আছে দুঃখ লেখা,
আছি খোদা দাঁড়িয়ে, তোমারই দুয়ারে
ফিরিয়ে দিও না তুমি আমারে।
তোমার ওই নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।
তোমারই করি আরাধনা
তোমাতেই চাই আশ্রয়,
তোমারই নামের রহমতে
ঘুচে যায় সব সংশয়,
দোজাহানের মালিক তুমি
শ্রেষ্ঠ তুমি ইয়া আল্লাহ্ ..
তোমার ঐ নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।
তুমি আছো হৃদয়ে, তুমি বিশ্বাসে
তোমাকেই জপি আমি প্রতি নিঃশ্বাসে,
চাঁদ-ফুল-তারা-নদী-মাটি জ্বলে ঘাসে
যেখানেই চোখ যায় তুমি আছো মিশে।
ইয়া রা’ব্বা.. ইয়া মাওলা..
ক্ষমা চাই দিও ঠাঁই
তোমার দরবারে।
তোমার ওই নূরের আলোতে
কেটে যাবে আধাঁরের ঘোর,
তুমি পারো শুধু দিতে
পৃথিবীতে নতুন এক ভোর।।
মেহেরবান লিরিক্স – নোবেল ম্যান :
Khoda tumi boro meherban
Tumi mor rohim rahman
Janina kothay pabo potheri dekha
Shudhu ki bhagge ache dukkho lekha
Achi khoda dariye tomari duyare
Firiye diyo na tumi amare
Tomar oi nurer aalote
Kete jabe andharer ghor
Tumi paro shudhu dite
Prithibite notun ek bhor
মেহেরবান বাংলা কাওয়ালি গানটি গেয়েছেন নোবেল ম্যান। গানটির সুর দিয়েছেন আহমেদ রিসভি। খোদা তুমি বড় মেহেরবান গানের লিরিক্স লিখেছেন আহমেদ হুমায়ুন।
Noble Man