Mayer Murti Gorate Chai Lyrics (মায়ের মূর্তি গড়াতে চাই) Shyama Sangeet

0
1885


Mayer Murti Gorate Chai Lyrics Shyama Sangeet Sung by Sohini Mukherjee. Mayer Murti Gorate Chai Song Lyrics Written by Sadhak Ramprasad Sen. Previously This Song Is Sung by Dhananjay Bhattacharya, Anuradha Paudwal, Srabani Sen, Indrani Sen And Many Various Artists In Their Own Way.

Mayer Murti Gorate Chai Song Details :

Song Name : Mayer Murti Gorate Chai

Lyricist : Sadhak Ramprasad Sen

Singer : Sohini Mukherjee

Arrangement : Abhishek Chakraborty

Tabla : Subhaas Paul

Mix And Master : Sandipta Sarker

Label : SVF Devotional

Mayer Murti Gorate Chai Lyrics In Bengali :

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মা বেটি কি মাটির মেয়ে

মিছে ঘাঁটি মাটি নিয়ে ..

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মায়ের মূর্তি গড়াতে চাই।। 

করে অসি মুণ্ডমালা

সে মাটি কি মাটির বালা,

করে অসি মুণ্ডমালা

সে মাটি কি মাটির বালা,

মাটিতে কি মনের জ্বালা 

দিতে পারে নিভাইয়ে ..

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মায়ের মূর্তি গড়াতে চাই।। 

শুনেছি মা’র বরণ কালো

সে কালোতে ভূবন আলো,

শুনেছি মা’র বরণ কালো

সে কালোতে ভূবন আলো,

মায়ের মত হয় কি কালো

মাটিতে রং মাখাইয়ে ..

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মায়ের মূর্তি গড়াতে চাই।। 

অশিব-নাশিনী কালী

সে কি মাটি খড় বিচালি,

অশিব-নাশিনী কালী

সে কি মাটি খড় বিচালি,

কে ঘুচাবে মনের কালি

প্রসাদে কালী দেখাইয়ে ..

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মায়ের মূর্তি গড়াতে চাই।

মা বেটি কি মাটির মেয়ে

মিছে ঘাঁটি মাটি নিয়ে ..

মায়ের মূর্তি গড়াতে চাই

মনের ভ্রমে মাটি দিয়ে,

মায়ের মূর্তি গড়াতে চাই।। 

Mayer Murti Gorate Chai Lyrics In English :

Maayer murti gorate chai

Moner bhrome mati diye

Maa beti ki matir meye

Michey ghati mati niye

Maa er murti gorate chai

Kore oshi mundomala

Se mati ki matir bala

Matite ki Moner jwala

Dite paare nibhaiye

Mayer murti gorate chai

Shunechi maar boron kalo

Se kalote bhubon aalo

Maayer moto hoy ki kalo

Matite rong makhaiye

Ma er murti gorate chai

Oshivnashini Kali

Se ki mati khor bichali

Ke ghuchabe moner kali

Prosade kali dekhaiye

Maer murti gorate chai

মায়ের মূর্তি গড়াতে চাই গানটি গেয়েছেন সোহিনী মুখার্জী। এর আগে গানটি গেয়েছেন ধনঞ্জয় ভট্টাচার্য্য, অনুরাধা পাড়োয়াল, শ্রাবনী সেন, ইন্দ্রানী সেন এবং আরও অনেকে। শ্যামা সঙ্গীত মায়ের মূর্তি গড়াতে চাই গানের লিরিক্স লিখেছেন সাধক রামপ্রসাদ সেন। 

Shyama Sangeet,
Sohini Mukherjee