মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই।
মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই।।
ওই মোটা সুতোর সঙ্গে মায়ের
অপার স্নেহ দেখতে পাই,
ওই মোটা সুতোর সঙ্গে মায়ের
অপার স্নেহ দেখতে পাই,
আমরা এমনি পাষাণ
তাই ফেলে ওই
পরের দোরে ভিক্ষা চাই,
এমনি পাষাণ তাই ফেলে ওই
পরের দোরে ভিক্ষা চাই,
মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই,
দীন দুঃখিনী মাযে তোদের
তার বেশী আর সাধ্য নাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই।।
ওই দুঃখী মায়ের ঘরে তোদের
সবার প্রচুর অন্ন নাই,
ওই দুঃখী মায়ের ঘরে তোদের
সবার প্রচুর অন্ন নাই,
তবু তাই বেচে কাঁচ, সাবান মোজা
কিনে করলি ঘর বোঝাই,
তাই বেচে কাঁচ, সাবান মোজা
কিনে করলি ঘর বোঝাই,
মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই।।
আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা করব ভাই,
আয়রে আমরা মায়ের নামে
এই প্রতিজ্ঞা করব ভাই,
পরের জিনিষ কিনবো না যদি
মায়ের ঘরের জিনিষ পাই,
পরের জিনিষ কিনবো না যদি
মায়ের ঘরের জিনিষ পাই,
মায়ের দেওয়া মোটা কাপড়
মাথায় তুলে নে রে ভাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই,
দীন দুঃখিনী মা যে তোদের
তার বেশী আর সাধ্য নাই ..
Mayer Deoa Mota Kapor Lyrics In English :
Mayer Deowa Mota Kapor
Mathay tule ney re bhai
Din dukhini maa je toder
Taar beshi aar saddho nai
Mayer Dewa Mota Kapor
Mathay tule ney re bhai
Oi mota sutor songge maayer
Opar sneho dekhte pai
Amra emni pashan tai fele oi
Porer dorey bhikkha chai
Mayer Deoya Mota Kapor
Mathay tule ney re bhai
Oi dukkhi maayer ghore toder
Sobar prochur onno nai
Tobu tai beche kanch saban moja
Kine korli ghor bojhai
Maayer Dewa Mota Kapor
Mathay tule ney re bhai
Aayre amra maayer naame
Ei protiggya korbo bhai
Porer jinis kinbo na jodi
Maayer ghorer jinis pai
Maa er Deoya Mota Kapor
Mathay tule ney re bhai
১৫ই আগস্ট ভারতের স্বাধীনতা দিবসের দেশাত্মবোধক বাংলা গান মায়ের দেওয়া মোটা কাপড় গানের লিরিক্স লিখেছেন রজনীকান্ত সেন।