Mayajal Lyrics (মায়াজাল) Mahtim Shakib Bangla Song

0
59


Mayajal Lyrics by Mahtim Shakib :

Mayajal Song Is Sung by Mahtim Shakib from Megher Ovro Bangla Natok. This Bengali Drama Directed by Priththy. Music Composed by Shovon Roy. Mayajal Lyrics Written by Prosenjit Ojha.

Mayajal Song Cast : Prottoy Heron, Makhnun Sultana Mahima, Jabed Gazi, Raj Ariyaan, Fardin Rode And Others.

Song : Mayajal 

Singer : Mahtim Shakib  

Lyrics : Prosenjit Ojha 

Tune and Music : Shovon Roy 

Director : Priththy 

Story : Emtiyaz Ariyan 

Cinematography : Aamir Hamza 

Edit & Color : Arifin Sarker 

Producer : Kobir Ahmed Hira Khan 

Publicity Design : Abdul Monem Asraf Shanto

Label : BMC Films

Mayajal Song Lyrics In Bengali :

তুমি এসেছিলে নাকি আসো নাই

আমি সময়ের ঘড়িতে তাকাই, 

কিছু বুঝে না বুঝে আবার

তোমার পথে পা বাড়াই।

এই দেহ মন জুড়ে 

আষ্টেপৃষ্টে থাকো তুমি,

তবু মনে হয় 

তুমি ছাড়া সব পাগলামি। 

তোমার ভালোবাসা যেন এক বিশাল 

মোহ মায়াজাল,

কখনো সে সাদা কালো আবার 

কখনো নীল লাল।।

আমি বিষাদের জানালায়

তোমার অপেক্ষায় থাকি,

ভালোবাসার কতশত মুহূর্ত 

নীরবে দুচোখে মাখি।

আমার একলা নদীতে

তোমার নায়ে তোলোনি পাল,

তোমার ভালোবাসা যেন এক বিশাল 

মোহ মায়াজাল,

কখনো সে সাদা কালো আবার 

কখনো নীল লাল।।

তুমি দরজার ওপাশে

আকাশে সুদূরের মেঘ,

আমি এখনো তোমারই ছায়ায়

উড়াই আমার আবেগ।

তুমি কেন যে নিজেকে 

আড়াল রাখো সকাল বিকাল ?

তোমার ভালোবাসা যেন এক বিশাল 

মোহ মায়াজাল,

কখনো সে সাদা কালো আবার 

কখনো নীল লাল।।

মায়াজাল লিরিক্স – মহাতিম শাকিব :

Tumi esechile naki asho nai

Ami somoyer ghorite takai

Kichu bujhe na bujhe abar

Tomar pothe paa barai

Ei deho mon jure

Ashteprishte thako tumi

Tobu mone hoy

TUmi chara shob paglami

TOmar valobasha jeno ek bishal

Moho mayajal

Kokhono se sada kalo abar

Kokhono neel laal

প্রত্যয় হিরণ ও মহিমা অভিনীত মেঘের অভ্র বাংলা নাটকের গান মায়াজাল গানটি গেয়েছেন মহাতিম শাকিব। গানটির সুর দিয়েছেন শোভন রায়। মায়াজাল গানের লিরিক্স লিখেছেন প্রসেনজিৎ ওঝা।

Mahima,
Mahtim Shakib,
Prottoy Heron