যতবার নিয়েছো কেড়ে হাসি
ভাঙা মন, গাঢ় বেদনায়,
আমিও একা পথে আসি
হলে হোক ভেজা চোখ হতাশায়।
মায়া ভাঙলো কোথায়
নিয়তি নিরুপায়,
বৃথা এই অভিমানে দূরযাত্রা।
মনে পড়লো, চেপে ধরলো
চেনা ঘোর আবার ফিরে পাই,
ভাবি আর না, সে হবার না
আশা তাও বেঁচে রয়,
স্বপ্নহারা নয়,
প্রতিরোধ সহসা হারাই।
কতোবার গিয়েছো ফেলে একা
হাসিমুখ অপমান রেখে যায়,
যদিও নিজেই ভালো থাকা
পিছুটান ব্যবধানটা মাড়ায়।
তবে ছন্দ কোথায়
কই আনন্দ পালায়,
মায়া ভাঙলো কোথায়
নিয়তি অসহায়,
বৃথা এই জমা ক্রোধের অতিমাত্রা।
মনে পড়লো, চেপে ধরলো
চেনা ঘোর আবার ফিরে পাই,
ভাবি আর না, সে হবার না
আশা তাও বেঁচে রয়,
স্বপ্নহারা নয়,
প্রতিরোধ সহসা হারাই ..
মনে পড়লো, চেপে ধরলো
চেনা ঘোর আবার ফিরে পাই,
মনে পড়লো, অশ্রুও ঝরলো
পুরনো আঘাতেই খোঁচাই,
ভাবি আর না, সে হবার না
আশা তাও বেঁচে রয়,
স্বপ্নহারা নয়,
প্রতিরোধ সহসা হারাই।
Maya Lyrics In English :
Jotobar niyecho kere hasi
Vanga mon garoh bedonay
Amio eka pothe ashi
Hole hok veja chokh hotashay
Maya vanglo kothay
Niyoti nirupay
Britha ei obhimane durjatra
Mone porlo chepe dhorlo
Chena ghor abar phire pai
Vabi aar na se hobar na
Asha taao benche roy
Shopno hara noy
Protirodh sohosa harai
Kotobar giyechi fele eka
hasimukh opoman rekhe jaay
Jodio nijei bhalo thaka
Pichutaan bebodhan ta maray
Tobe chondo kothay
Koi anondo palay
Maya vanglo kothay
Niyoti oshohay
Britha ei joma krodher otimatra
ছুটি বাংলা ব্যান্ড এর প্রথম গান মায়া গানটি গেয়েছেন সুকান্ত। গানটির সুর দিয়েছেন পরিতোষ এবং জিকো। মায়া গানের লিরিক্স লিখেছেন শামস মানসুর ঘানি।