ওষুধের দোকানের সামনে লাইন
মানুষ ভালো নেই, মানুষ ভালো নেই,
শরীর না মন নাকি দুটোই খারাপ
আমরা যে কে সেই, মানুষ ভালো নেই।
ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তা
পাল্লা দিচ্ছি মুরগি কিনছি সস্তায়,
ধাক্কাধাক্কি ধস্তাধস্তি রাস্তা
পাল্লা দিচ্ছি মুরগি কিনছি সস্তায়।
এভাবেই কাটছে দিন,
এভাবেই কাটছে মাসের পর মাস,
গাছের অভাব খুব
আগাছায় ভরছে আমার চারপাশ,
মাড়িয়ে এগিয়ে যাই।
Rap
আশা করি দেখা হবে
যেদিন খুব ভিড় বাজারেও
মনে মনে তুমি একা হবে
ফিরতি bus টায় ধস্তাধস্তি চলে রাতদিন
তাও চায়ের সাথে পাউরুটি স্যাঁকা হবে
খেলা হবে, মেলা হবে আবার
মানুষের সাথে রোজ দেখা হবে আবার
না! কোত্থাও তাড়া নেই যাবার
যখন থাকবে মাথা গোঁজার ঠাঁই,
দু’মুঠো খাবার
কবে যে আসবে একদিন
কেটে যেতে পারে সব যত্ত sad scene
ভালো না থাকার পেয়ে গেলে vaccine
বৃষ্টি নামলে হবো আমি Chaplin
যাতে ভিজে গেলে কেউ কাঁদছি সেটা না বোঝে
কেউ ভালো নেই, হাসার কারণ খোঁজে
সহ্য কাঁহাতক করব সব মুখ বুজে
গরম ভাত থালায় পেয়ে, শান্তিতে বোজে
চোখ দুটো, সব সয়ে যায়
ভাঙা রাস্তাটা ভাঙাই তো রয়ে যায়
দিবানিশি ওষুধের শিশি হয়ে যায়
শেষ, হয়ে যায় অভ্যেস
বাবা বলতো চাই সব হাতে কাজ
এখন party politics মানে কেনা বেচা চলে
আর আমরা তো ফেঁসে গেছি vote দেওয়া কাজ
আর তার সাথে EMI এর জাঁতাকলে
তাই ভালো নেই কেউ
ডোবার আগে শেষ চেষ্টাকে আদর করে যে ঢেউ
জানে সেও
ডুবসাঁতার আমি কাটি প্রাণপণ,
তাও রোজই তো হারিয়ে যায় খেই
এভাবেই কাটছে যে দিন, এই
দিনের শেষে চারদিকে একঘেয়ে সেই
পৃথিবীতে মানুষ ভালো নেই
আজ কেউ ভালো নেই।
নতুন মোড়কে বেচা খাড়া, বড়ি, থোড়
মানুষ ভালো নেই, হ্যাঁ মানুষ ভালো নেই,
এত বাজে বকে ওরা সব্বাই bored
এরা লোক ঠকাবেই, মানুষ ভালো নেই।
চক্ষুলজ্জা, অস্থিমজ্জা সব শেষ,
মিথ্যে বলছে, বিক্রি হচ্ছে এই দেশ!
এভাবেই কাটছে দিন,
আর এভাবেই কাটছে মাসের পর মাস,
গাছের অভাব খুব
আগাছায় ভরছে আমার চারপাশ,
মাড়িয়ে এগিয়ে যাই ..
তবু ভালো থেকো, তাও ভালো থেকো।
মানুষ ভালো নেই লিরিক্স – অনুপম রায় :
Oshudher dokaner samne line
Manus valo nei, manus valo nei
Shorir na mon naki dutoi kharap
Amra je ke sei manush valo nei
Ebhabei katche din
Evabei katche maser por mas
Gacher obhab kkhub
Agachay bhorche amar charpash
Mariye egiye jai