Mahamarir Sheshe Lyrics by Ananya Chakraborty :
The Bohemian Baul Production Presents Mahamarir Sheshe Song Is Sung by Ananya Chakraborty, Souptik Mazumder And Sayantan Sinha. Song Mix And Master by Suvam Moitra.
Song : Mohamarir Sheshe
Singers : Ananya Chakraborty,
Souptik Mazumder & Sayantan Sinha
Lyrics : Manik Bera
Composition & Music Arrangement : Souptik Mazumder
And Sayantan Sinha
Sarod : Pratik Shrivastava
Rhythm Design : Achin Sarkar
Videography : Prasanta Kumar Sur
Mahamarir Sheshe Song Lyrics In Bengali :
আমার তারার আকাশে
থেকে যাস দুপাশে,
না ঘুমোনো রাতের দেশে।
হাতে হাত রেখে হেঁটে যাই
মহামারী ফেলে বহুদূর,
সূর্য ঘুমায় চাঁদের আড়ালে।
আমার তারার আকাশে
থেকে যাস দুপাশে,
না ঘুমোনো রাতের দেশে।।
আসে যদি ঝড় দুর্যোগ যতবার
আসে যদি ঝড় দুর্যোগ যতবার
দেখবি কেটে যাবে অন্ধকার।
রঙীন তুলির আদরে
পাওয়া না পাওয়ার ভীড়ে,
রঙীন তুলির আদরে
পাওয়া না পাওয়ার ভীড়ে,
তবু তোকে ভালোবেসে রাখি মনে
তবু তোকে ভালোবেসে রাখি মনে।
জানিনা তুমি আমার কে,
কেনইবা ডাকি তোমাকে?
জানিনা তুমি আমার কে,
কেনইবা ডাকি তোমাকে?
এতো মায়া এতো টান
দুচোখ জুড়ে ..
প্রতিদিন কত জানালা খুলে যায়,
মহামারী ফেলে দুপা এগিয়ে যায় ..
মহামারীর শেষে লিরিক্স – অনন্যা চক্রবর্তী :
Amar tarar akashe
Theke jash dupashe
Na ghumono raater deshe
Haate haat rekhe hete jai
Mohamari fele bohudur
Surjo ghumay chander arale
Ashe jodi jhor durjog jotobar
Dekhbi kete jaabe andhokar
Ananya Chakraborty,
Bengali Lyrics