Madhubasanta Lyrics (মধুবসন্ত) Aditi Munshi Devotional Song

0
71


Madhubasanta Lyrics by Aditi Munshi :

Madhubasanta Bengali Devotional Song Is Sung by Aditi Munshi. Music Composed by Devjit Roy. Krishna Mane Kalo Jodi Hoy Krishnachura Lal Keno Lyrics In Bengali Written by Avishek Chattopadhyay.

Song : Modhubosonto

Vocal : Aditi Munshi

Composition : Devjit Roy

Lyrics : Rabindranath Tagore, Kaji Nazrul 

Islam &  Avishek Chattopadhyay

Director : Aditya Paul

Cinematographer : Aditya Paul & Rohan Paul

Post Production : Cineglass Studio

Promotion : Rohan Paul

Producer: Shankar Halder

Music Label : Suchitra Music

Madhubasanta Song Lyrics In Bengali :

কৃষ্ণ মানে কালো যদি হয় 

কৃষ্ণচূড়া লাল কেন? 

কৃষ্ণ মানে কালো যদি হয় 

কৃষ্ণচূড়া লাল কেন? 

ফাগুনে আবির মেখেছে কালা

ফাগুনে আবির মেখেছে কালা,

রাইবিনোদী বলে শোনো

রাইবিনোদী বলে শোনো। 

কুসুমিত বন উথল পবন 

মরমে প্রেম ছাওল, 

বিসর বিসর বিরহ ত্রাস 

মধুবসন্ত আওল। 

কানুর প্রেয়সী রাধা যদি হয় 

আগুন কেন রাধাচূড়ায়?

আগুনে পুড়েই সোনা খাঁটি হয়

আগুনে পুড়েই সোনা খাঁটি হয়

মোহনের বাঁশি বলে যায়

মোহনের বাঁশি বলে যায়। 

 

গহন কুসুম কুঞ্জ মাঝে

মৃদুল মধুর বংশি বাজে,

বিসরি ত্রাস লোক লাজে

সজনি আও আও লো।

প্রেম যদি করে ব্রজবিহারী 

ছল কেন করে রাধে?

রাধারাণী বলে, ছলেতে আমায়

নব নব রূপে বাঁধে। 

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া। 

প্রেমযমুনায় রঙের উজান 

রাঙা হল কালোধলো, 

প্রেমযমুনায় রঙের উজান 

রাঙা হল কালোধলো, 

রাতুল চরণে উঠল ফুটে 

এই পৃথিবীর আলো,

রাতুল চরণে উঠল ফুটে 

এই পৃথিবীর আলো। 

কুসুমিত বন উথল পবন 

মরমে প্রেম ছাওল, 

বিসর বিসর বিরহ ত্রাস 

মধুবসন্ত আওল।

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া

সখি, বাঁধল বাঁধল ঝুলনিয়া। 

মধুবসন্ত লিরিক্স – অদিতি মুন্সী :

Krishno mane kalo jodi hoy

Krishnochura laal keno

Fagune aagun mekheche kala

Raibinodini bole shono

Kanur preyoshi radha jodi hoy

Aagun keno radha churay

Aagune pure sona khati hoy

Mohoner banshi bole jaay

Aditi Munshi,
Bengali Lyrics