Maa Song Lyrics (মা) Shironamhin Band

0
4


Maa Song Lyrics sung by Sheikh Ishtiaque from Shironamhin Band. Music composed by Symon Chowdury. Sound mixing and mastering by Shafiqul Islam. Typography and artwork design by Ziaur Rahman. Video song directed by Symon Chowdhury and director of photography by Rony Sharafat. Maa Lyrics in bengali written by Ziaur Rahman.

Maa Song Information :

Song Name : Maa
Band Name : Shironamhin Band
Lyricist : Ziaur Rahman
Composition : Symon Chowdury
Singer : Sheikh Ishtiaque
Bass and Cello : Ziaur Rahman
Violin, Drums and Back Voice : Kazy Ahmad Shafin
Piano : Symon Chowdhury
Guitar : Dipu Sinha
Direction : Symon Chowdhury
Recording Studio : Noizemine

Maa Song Lyrics In Bengali :

সবাই হারিয়ে যায়
আকাশের তারার মেলায়,
তবু খুঁজে ফিরি তোমায়।
আজও তারাজ্বলা আকাশে জেগে থাকে,
মমতায় দু’চোখ জ্বেলে দেখছে আমায়।
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা
আর ওই, স্নেহভরা আলো মায়ের ঠিকানা।

এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে,
আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়।
আকাশে জ্বলে থেকে,
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি,
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়।

জ্বলে জ্বলে তাই, আলো জ্বেলে যাও
তুমি ভালো থেকো,
ভুলে ভরা এই উঁচু দালানে
তোমার স্নেহ রেখো।
সাদাকালো এই নিয়ন আলো
জ্বলছে কখন থেকে,
থেমে যাবে সব, বোকা কলরব
তারাজ্বলা এ রাতে।
হয়তো, ওই জ্বলে থাকা তারা আমার মা
আর ওই, স্নেহভরা আলো মায়ের ঠিকানা।

এলোমেলো চুল যত্ন নিয়ে সরিয়ে
চুমু দিয়ে খুব চেপে বুকে জড়িয়ে,
আঙুলে আঙুল ধরে রেখে জানাতে বিদায়।
আকাশে জ্বলে থেকে,
চেয়ে দেখো খুব বড় হয়ে গেছি আমি
উঁচু উঁচু ফ্ল্যাট, আকাশে তাকিয়ে থামি,
তবু কতদিন স্পর্শে পাইনা তোমায়।

Maa Song Video :



Maa Song Lyrics In English :

Sobai hariye jaay
Akashe tarar melay
Tobu khuje phiri tomay
Aajo tarajwola akashe jege thake
Momotay duchokh jwele dekhche amay
Hoyto oi jwele thaka tara amar maa
Aar oi snehobhora aalo maayer thikana

Elomelo chul jotno niye soriye
Chumu diye khub chepe buke joriye
Angule angul dhore rekhe janate bidaay
Akashe jwole theke
Cheye dekho khub boro hoye gechi aami
Uchu uchu flat akashe takiye thaami
Tobu kotodin sporshe paina tomay

Jwole jwole tai aalo jwele jao
Tumi bhalo theko
Bhule bhora oi uchu dalane
Tomar sneho rekho
Sadakalo ei niyon aalo
Jwolche kokhon theke
Theme jaabe sob boka kolorob
Tara jwola e raate

শিরোনামহীন ব্যান্ড এর গান মা গানের লিরিক্স লিখেছেন জিয়াউর রহমান এবং গানটি গেয়েছেন শেখ ইশতিয়াক। গানটির সঙ্গীত পরিচালনা করেছেন সিমন চৌধুরী।

FAQs for Maa Song

Who is the singer of Maa Song?

Maa song is sung by Sheikh Ishtiaque.

Who is the music director of Maa Song?

The song Maa is composed by Symon Chowdury.

Who is the lyricist of Maa Song?

Ziaur Rahman has written the song “Maa”.