হাই হিলস স্নিকার্স পরা নুপুর বাঁধা পায়
জিন্স টপ পরে কন্যা ছাদনাতলায় যায়,
দেশি বিট এ ছম ছমা ছম ঠুমক ঠুমক চাল
কন্যা কাজল চোখের ইশারায়।
বাজে ঢোল সানাই বাজে অঙ্গে ওঠে ঢেউ
ঘরে এলো ফ্যাশন কুইন লাল টুক টুক বৌ,
ব্যাকসিটে সেলফি নিয়ে বাড়ছে ফলোয়ার
কন্যা শরমে মুখ ঢেকে যায়।
গলে যায় বাটার সাটার পিছলে পড়ে চাঁদ
যেই দেখে ঝটকা লাগে এমন রূপের ফাঁদ,
তাকালেই খালি চোখে ঝলসে ওঠে চোখ
দিন রাত বরবাদ হয়ে যায় ..
লাজে রাঙা হল কনে বৌ গো
মালাবদল হবে এ রাতে
আজ মালাবদল হবে এ-রাতে।
এ ডিজে এবার আমাদের টা হবে নাকি
লাজে রাঙা হল কনে বৌ গো
মালাবদল হবে এ রাতে,
আজ মালাবদল হবে এ-রাতে।
লাজে রাঙা হল কনে বৌ গো
মালাবদল হবে এ রাতে
আজ মালাবদল হবে এ-রাতে।
এ.. উথলে ওঠে যৌবন তার ছলকে পড়ে প্রেম
বান্ধবীদের মাঝে কন্যা কাঁপায় ফটো ফ্রেম।
দুরু দুরু বুকে কন্যা ডেটিং-সেটিং যায়
লাজুক লাজুক মুচকি হাসি আড় চোখেতে চায়।
গলে যায় বাটার সাটার পিছলে পড়ে চাঁদ
যেই দেখে ঝটকা লাগে এমন রূপের ফাঁদ,
তাকালেই খালি চোখে ঝলসে ওঠে চোখ
দিন রাত বরবাদ হয়ে যায়..
লাজে রাঙা হলো কনে বৌ গো
মালাবদল হবে এ রাতে,
আজ মালাবদল হবে এ-রাতে।
লাজে রাঙা হল কনে বৌ গো
মালাবদল হবে এ রাতে
আজ মালাবদল হবে এরাতে।
Laje Ranga Song Lyrics In English :
High hill sneakers pora
Nupur badha paay
Jeans top pore konya
Chhadna tolay jaay
Desi bit e chhamchamacham
Thumak thumak chal
Konya kajol chokher isharay
Baje dhol sanai baje
Ongey othe dheu
Ghore elo fashion queen
Laal tuktuk bou
Back sit e selfie niye
Barche followers
Konya shorome mukh dheke jay
Goley jay butter shutter
Pichhley pore chand
Jei dekhe jhotka laage
Emon ruper fand
Takalei khali chokhe
Jholse othey chokh
Din raat borbaad hoye jay
Laje Ranga holo kone bou go
Malabodol hobe e raate
Aaj malabadal hobe e raate
Uthle othey joubon taa
cholke pore prem
bandhobider majhe konna
kapay photo frame
Duru duru buke konnya
Dating sating jaay
Lajuk lajuk muchki hasi
aar chokhete chaay
Presenting Bengali Wedding Song “Laje Ranga” Lyrics Penned by Aviman Paul And Sung by Ankita Bhattacharya and Ishan Mitra. Graffer Joydeb Mondol. Edit Rohan Kumar Paul. Colorist Rohan Kumar Paul. Animation Saikat Das, Bts Varun. Production Desing Surajit Maity. Camera Assist Joy Roy. Post Production at Bila Boy Studio’s.
বাংলা বিয়ে বাড়ির গান লাজে রাঙা গানটি গেয়েছেন অঙ্কিতা ভট্টাচার্য ও ইশান মিত্র। গানটির সুর দিয়েছেন ইশান মিত্র লাজে রাঙা গানের লিরিক্স লিখেছেন অভিমান পাল।