কতকাল ভালোবাসা হয় না নিজেকে
অথচ, যেই মানুষটা উধাও হলো একলা রেখে,
তার জন্য বুকের ভেতর কান্না জমে,
রাত্রি জানে ঘুম জমে না চোখের পাতায়,
যন্ত্রণাতে।
কই? এই আমিতো
আমায় ছেড়ে যাইনি কোথাও!
দুঃখ দেইনি!
ওই যে মানুষ দুঃখ দিলো,
ভাসিয়ে দিলো অথৈ জলে।
যার জন্য হৃদয় জানলো,
বিষাদ ছাড়া চোখের কোনো ভাষা হয়না,
কান্না ছাড়া এই জনমে ভালোবাসা হয়না।
তার জন্য তবু কেনো বুক ভাঙলো?
গভীর রাতে গহীন কোথাও
কুহক ডাকলো!
এবার খানিক সময় পেলে
গুছিয়ে নেবো,
কান্না এবং হাসিটুকু নিজের থাকবে,
নিজের জন্য মেঘ থাকবে, রোদ থাকবে,
উদাস দুপুর, পদ্মপুকুর নিমগ্নতায় চুপ থাকবে,
ইচ্ছেমতো এই আমাকেই ভালোবাসবো।
কতকাল ভালোবাসা হয় না নিজেকে
আর কতকাল,
দুঃখ এবং দহন পুষবো ভালোবাসতে?
এবার আমি ভালোবাসবো এই আমাকে।
আর কতকাল, অনুভূতির মৃত্যু হবে,
বুকের কোণার হিমঘরেতে
সারিসারি কফিন থাকবে!
এবার তবে অন্ধকারে আলো জ্বলুক,
বলুক হৃদয়-
মেঘলা দু’চোখ আলোয় ভাসতে,
অনেকটা পথ হেঁটে এসে,
শিখবো এবার সত্যি সত্যি ভালোবাসতে।
কতকাল ভালোবাসা হয় না নিজেকে বাংলা কবিতা – সাদাত হোসাইন :
Kotokal valobasha hoyna nijeke
Othocho jei manushta
Udhao holo ekla rekhe
Taar jonno buker vetor kanna jome
Raatri jaane ghum jome na
chokher patay jontronate
Oi je manush dukkho dilo
Bhasiye dilo othoi jole
Jaar jonno hridoy janlo
Bishad chara chokher kono
Bhasha hoy na
Kanna chara ei jonome
Valobasha hoy na
কতকাল ভালোবাসা হয় না নিজেকে বাংলা কবিতাটি লিখেছেন সাদাত হোসাইন এবং আবৃত্তি করেছেন মুনমুন মুখার্জী।